শায়েস্তাগঞ্জে মাদক বিক্রেতাকে ৩ বছরের কারাদন্ড প্রদান
তারিখ: ১৪-ফেব্রুয়ারী-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

 শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ আটক মাদক বিক্রেতাকে ৩ বছরের কারাদসহ ১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দিয়েছেন হবিগঞ্জের বিজ্ঞ যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক কাজী মিজানুর রহমান। মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ৬ ডিসেম্বর একটি সিএনজি থেকে ১০ কেজি গাঁজাসহ বিলাল হোসেন (৩০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেন তৎকালীন ডিবি পুলিশের এসআই মোঃ হেলাল উদ্দিন। পরে তিনি বাদি হয়ে বিলালকে আসামী করে মামলা করে তাকে কারাগারে প্রেরণ করেন। কারাগার থেকে সে দীর্ঘদিন হাজতবাস শেষে জামিনে মুক্ত হয়। ৭ জন স্বাক্ষির সাক্ষ শেষে সম্প্রতি দন্ডাদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি মোঃ আব্দুল মতিন। দন্ডপ্রাপ্ত বিলাল ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের মৃত আব্দুল হকের পুত্র। রায় প্রদানকালে বিলাল পলাতক ছিল।

প্রথম পাতা
শেষ পাতা