ব্যবস্থা গ্রহন না করায় হতাশ ক্ষতিগ্রস্থ কৃষকরা ॥ নবীগঞ্জে গুঙ্গাজুরি হাওরে মেম্বার কর্তৃক ফসল রক্ষা বাঁধের টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে
তারিখ: ২১-ফেব্রুয়ারী-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

নবীগঞ্জের কালিয়ারভাঙ্গা ইউনিয়নে গুঙ্গাজুরি হাওরে স্থানীয় ইউপি মেম্বার কর্তৃক ফসল রক্ষা বাঁধের টাকা আত্মসাতের ঘটনার প্রমাণ পেয়েছে তদন্তকারী কর্মকর্তা। তবে প্রমাণাদি পাওয়ার পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত অভিযুক্ত মেম্বারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন না করায় হতাশা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্থ কৃষকরা। এছাড়াও ওই প্রকল্পটিতে এখনও পর্যন্ত টেকসই উন্নয়ন কাজ সম্পাদন না হওয়ায় ফের একই ধরণের অবস্থা হওয়ার আশংকা করছে স্থানীয় এলাকাবাসি। এলাকবাসির দাবী দ্রুত যেন ওই দুই মেম্বারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয় একই সাথে বাধটিতে টেকসই উন্নয়ন করা হয়। জানা যায়, কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামের ছামিরুজ্জামান চৌধুরীর বাড়ি থেকে কাটাখালি পর্যন্ত গুঙ্গিয়াজুরি হাওরে ফসল রক্ষা বাধ মেরামতের জন্য কর্মসৃজন প্রকল্পের আওতায় ১২ লাখ টাকা বরাদ্ধ দেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়নের জন্য ২নং ওয়ার্ড মেম্বার আকবর আলী ও ৪নং ওয়ার্ড মেম্বার সাদিকুল হককে মেরামতের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ওই দুই মেম্বার কাজ না করে টাকা আত্মসাত করে ফেলেন। ফলে গত বছর চৈত্রের বন্যায় বাধ ভেঙ্গে হাওরের প্রায় ২০ হাজার একর বোরো ফসলে ক্ষতি সাধিত হয়। পরে টাকা আত্মসাতের অভিযোগ এনে ওই দুই মেম্বারের বিরুদ্ধে গত বছরই উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রতিকার ছেয়ে একটি অভিযোগ দায়ের করে এলাকাবাসি। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা সমাজসেবা অফিসারের কাছে বিষয়টি তদেন্তর জন্য প্রেরণ করেন। সমাজসেবা অফিসার ও তদন্তকারী কর্মকর্তা মোঃ আব্দুন নূর সরেজমিনে তদন্ত শেষে গত ৩০/০৫/১৭ ইং তারিখে টাকা আত্মসাতের প্রমান পেয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত তদন্ত রিপোর্ট প্রেরণ করেন। কিন্তু অদৃশ্য কারণে দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনও এ বিষয়ে কোন সুরাহা না হওয়ায় হতাশা প্রকাশ করছেন ক্ষতিগ্রস্থ পরিবারগুলো। এছাড়াও ওই দুই মেম্বার টাকা আত্মসাতের ঘটনায় তাদের কোন কিছু হবে না বলে এলাকায় প্রচার করছে বলে অভিযোগ করেন স্থানীয় এলাকাবাসি। তাই নিয়ে ওই দুই মেম্বারের সাথে মাঝে মধ্যে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ছেন ক্ষতিগ্রস্থ কৃষকরা। তাই এ নিয়ে যে কোন সময় ভয়াবহ সংঘর্ষের আশংকা করা হচ্ছে। এমতা অবস্থায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।

প্রথম পাতা
শেষ পাতা