দৌলতপুর গ্রামে সুন্নি মসজিদে আগুন দেওয়া ও সুন্নি সম্মেলন বানচাল করার প্রতিবাদে জেলা ওলামালীগের প্রতিবাদ সভা
তারিখ: ২১-ফেব্রুয়ারী-২০১৮
প্রেস বিজ্ঞপ্তি ॥

বানিয়াচং উপজেলার  দৌলতপুর গ্রামে  গত ১৪ তারিখ সুন্নি মসজিদে আগুন দেওয়া ও সুন্নি সম্মেলন বানচাল করার প্রতিবাদে জেলা ওলামালীগের উদ্দ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গল বার সন্ধ্যায় দলের অস্থায়ী কর্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে  বক্তব্য রাখেন জেলা ওলামালীগের সভাপতি মাওলানা আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক ক্বারী আলহাজ্ব আব্দুল জলিল ,সাংগঠনিক সম্পাদক মাওলানা আমিনূল হক, সহ-সভাপতি মাওলানা গোলাম মোস্তফা, লুৎফুর রহমান হেলালী, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ মামুনুর রশীদ, মাওলানা আবু ইউসুফ ও শফিকুল ইসলাম তালুকদারসহ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা মসজিদে আগুন দেওয়া ও সুন্নি সম্মেলনে বাধা প্রদানের তীব্র নিন্দা ও কঠোর শাস্তি দাবি করে বলেন, দেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়, আর জঙ্গীরা দেশে অশান্তি সৃষ্টি করতে চায় । কিন্তু বর্তমান সরকারে আমলে জঙ্গীদের যে ভাবে নির্মল করা হয়েছে তর্দূপ ওলামায়ে নামদারী চুরদেরকে শাস্তির আওতায় আনতে হবে নাহলে তাদের ভিন্ন মতবাদের শিকার হবে এদেশে নবী প্রেমিক কোটি কোটি মানুষ। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে ধর্মীয় কাজে বাধা দিয়ে ধর্মীয় অনুভুতিতে আঘাত আনা এদেশের প্রচলিত আইন বিরুধী। বিগত ২০দলীয় জোট ক্ষমতায় থাকতে ইসলামী মাহফিল করতে দেওয়া হত না অথচ বর্তমানে সকলে যখন স্বাধীন ভাবে ইসলামের ধীনের কাজ চালিয়ে যাচ্ছে  তখন বানিয়াচং এর দৌলতপুরের সুন্নি সংগঠনের যুবকরা প্রশাসনের অনুমতি নিয়েও সম্মেলন করতে পারলনা। সেইখানের উগ্রপন্তি পতোয়াবাজরা আগুনে পুড়িয়ে মসজিদের  ভিতরে কিতাববাদী জালিয়ে পুড়িয়ে ছাই করিয়ে দিল এটা সমাজের বিবেকবান মানুষ মেনে নিতে পারেনা। তাই এ ঘটনার সাথে জড়িত অপরাধী চক্রকে ধরে শাস্তির ব্যবস্থা করতে নেতৃবৃন্দরা প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

প্রথম পাতা
শেষ পাতা