আন্তর্জাতিক নদী রক্ষায় করণীয় দিবস উপলক্ষে খোয়াই নদীতে গণঅবস্থান কর্মসূচি
তারিখ: ১৪-মার্চ-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

আন্তর্জাতিক নদী রক্ষায় করণিয় দিবস উপলক্ষে হবিগঞ্জে গণঅবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চৌধুরী বাজার এলাকায় খোয়াই নদীতে এ কর্মসূচি পালন করা হয়। এবারের স্লোগান ছিল ‘বন্ধ করি নদী দূষণ, সুস্থ রাখি জনজীবন’। এ সময় খোয়াই রিভার ওয়াটার কিপার তোফাজ্জল সোহেল বলেন, আমাদের নদীগুলো সুস্থ নেই। প্রকৃত অর্থে নদীগুলো বিলীন হয়ে যাচ্ছে। খোয়াই, পুরাতন খোয়াই নদীর উপর চলছে বিভিন্ন ধরনের অত্যাচার। একদিকে চলছে নদীর বুক থেকে অবৈধ, অপরিকল্পিত ও অন্যায়ভাবে বালু উত্তোলন, নদী দখল, অন্যদিকে বর্জ্য ফেলে দূষিত করা হচ্ছে। তাদের সাথে একাত্মতা পোষণ করে উক্ত গণঅবস্থানে বেশ কয়েকটি সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থী, নৌকার মাঝি ও কৃষিজীবীরা অংশ নেন। কর্মসূচিতে অন্যানের মাঝে বক্তৃতা করেন তবারক আলী লস্কর, মাঝি আক্তার মিয়া, কৃষিজীবী বাচ্চু মিয়া, নাহিদা খান সুর্মি, চৌধুরী জান্নাত রাখি, সাকের আমেন, উছমান গণি রুমি, আবিদুর রহমান রাকিব, আশীষ কুমার সানি প্রমূখ। পরে নদী বিষয়ক কুইজ প্রতিযোগিতা, নদী বিষয়ক গল্প শোনা, প্রচারপত্র বিলিসহ নানা কর্মসূচি পালন করা হয়। এ সময় গণঅবস্থানে অংশগ্রহণকারীরা নদীতে সাঁতার কেটে নদী দূষণের প্রতিবাদ জানান।

প্রথম পাতা