জেলা আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত ॥ খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে কঠোর ব্যবস্থা
তারিখ: ১৪-মার্চ-২০১৮
আখলাছ আহেমদ প্রিয় ॥

অবৈধ দখলদারদের উচ্ছেদ ॥ বর্ষা মৌসুমের আগেই ভেঙ্গে যাওয়া বাধ নির্মাণ ॥ দেশীয় অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত
হবিগঞ্জ জেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় খোয়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে কঠোর ব্যবস্থা, শহর ও আশপাশ এলাকায় অবৈধ দখলদারদের জনপ্রতিনিধিদের সহযোগিতা নিয়ে উচ্ছেদ, বিআরটিএ-এর সহযোগিতা নিয়ে লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা, বর্ষা মৌসুমের আগেই জনপ্রতিনিধিদের সাথে নিয়ে সকল বাধ নির্মাণের বিষয়টি সমাধান করতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে নির্দেশ, হাসপাতাল ও গুরুত্বপূর্ণ এলাকায় অবৈধ পার্কিং উৎখাত ও দাঙ্গা হাঙ্গামা রোধে দেশীয় অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় নবাগত জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ-এর সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান,  পুলিশ সুপার বিধান ত্রিপুরা, জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরী, জেলা দুর্নীতি দমন কমিশন-এর সভাপতি আব্দুল হাই,  বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমেদ, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগমসহ প্রশাসনিক কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ।

প্রথম পাতা