সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রথম ধাপ ঘরে ঘরে বিদ্যুৎ-এমপি মজিদ খান
তারিখ: ২৩-মার্চ-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রথম ধাপ ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়া আমি জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ার  লক্ষ্যে আপনাদের জীবন মান উন্নয়নে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। হাওর এলাকার জনগণ যুগের পর যুগ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। অনেক সরকার এবং জনপ্রতিনিধি আসলেও তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি কোনদিন। একমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেই হাওর এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে। বর্তমান আওয়ামী লীগ সরকার ধাপে ধাপে হবিগঞ্জের বানিয়াচং এবং আজমিরীগঞ্জকে উন্নয়নের মূল শ্রোতে যুক্ত করেছে। হাওরের জন্য আলাদা প্রকল্প গ্রহণ করা হয়েছে। হাওরের ফসল বাঁচাতে বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। তাই হাওরবাসীর উন্নয়নের স্বার্থে এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন করতে সকলে মিলে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। কারণ নৌকার পরাজয় হলে শুধু আওয়ামী লীগের পরাজয় হবে না, পরাজিত হবে হাওরবাসীর স্বপ্ন। তিনি গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের আফতাফপুর গ্রামে ২২ লক্ষ টাকা ব্যয়ে ৯৪ টি পরিবারের বিদ্যুৎ সংযোগ উদ্বোধন শেষে আলতাফপুর মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মলাই মিয়ার পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য নজমুল হাসান,  ৫নং দৌলতপুর  ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুর রহমান, ১নং ভাকৈর ইউনিয়নের চেয়ারম্যান সত্যজিত দাস, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী শেখ ফরিদ আহমেদ, বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি এ জেড এম উজ্জ্বল, সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী রিপন, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরজু মিয়া,  মওলানা গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পংকজ কুমার সরকার নিদু, জাহাঙ্গীর চৌধুরী মেম্বার, মাসুদুর রহমান মেম্বার প্রমুখ ।

প্রথম পাতা
শেষ পাতা