লাখাই প্রেসক্লাব সম্পাদকের বিরুদ্ধে মামলা ॥ সাংবাদিকদের মধ্যে ক্ষোভ
তারিখ: ২৩-এপ্রিল-২০১৮
স্টাফ রিপোটার ॥

লাখাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আশীষ দাশ গুপ্তের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মামলা করা হয়েছে। গত ১৯ এপ্রিল লাখাই উপজেলার স্বজনগ্রাম গ্রামের দীপক চন্দ্র দেবের ছেলে সজীব চন্দ্র দেব পূর্ব শক্রতার জের ধরে ওই মামলাটি দায়ের করেন। এদিকে, এ ঘটনায় লাখাইয়ে কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সাংবাদিকরা ষড়যন্ত্রমূলক এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে, সাংবাদিক আশীষ দাশ গুপ্ত বলেন, দিপক দেবের ছেলে সুমন দেব সিলেট সদরে পুলিশে কর্মরত (সাময়িক বরখাস্তকৃত)। কিছুদিন পূর্বে সুমন দেবেরে বিরুদ্ধে তার স্ত্রীর জুমা রানী দেব একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আমাকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে সুমন দেব ও তার লোকজন। এরপর থেকেই তারা আমার উপর প্রতিশোধ নিতে বেপরোয়া হয়ে উঠে। এরই ধারাবাহিকতায় গত ১১ এপ্রিল রাতে সুমনের ভাই সজীব  ও তার লোকজন আমার বাড়ি-ঘরে হামলা চালায়। এ সময় আমার স্ত্রীকে মারপিট করে স্বর্ণালংকার ও টাকা পয়সা লুটে নিয়ে যায়। এ ঘটনায় আমি পরদিন ১২ এপ্রিল সজীব দেবসহ ৪ জনের নাম উল্লেখ করে লাখাই থানায় একটি মামলা দায়ের করি। কিন্তু তারা এখন আমার দায়ের করা মামলা থেকে নিজেদের বাঁচাতে গত ১৯ এপ্রিল উল্টো আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করে’।

প্রথম পাতা
শেষ পাতা