বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি কেয়া চৌধুরী
তারিখ: ২৩-এপ্রিল-২০১৮
বাহুবল প্রতিনিধি ॥

৫০ শয্যা বিশিষ্ট বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সংস্কার কাজের উদ্বোধন করলেন হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। গতকাল রবিবার বিকাল ৩টায় বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রেনেজ সিস্টেম ব্যবস্থা সংস্কার, অভ্যন্তরিন রাস্তা মেরামত, দক্ষিণ বাউন্ডারীর সংস্কারসহ গেইট নির্মাণের ফলক উন্মোচন করেন তিনি। পরে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, আমি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের উপহার বাহুবল-নবীগঞ্জের তৃণমুল পর্যায়ে পৌছে দিতে চাই। জনগণের সেবাই আমি ইবাদত মনে করি। জনগণের সুখই আমার সুখ। বাহুবল হাসপাতালের দায়িত্ব নেওয়ার আগে কি অবস্থায় ছিল সেটা আপনারা অবগত আছেন। আমি সভাপতি হওয়ার পরে হাসপাতালটিকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নিত করেছি। চা-বাগান ও হাওড় অঞ্চলের জনগণের জন্য নতুন এ্যাম্বুলেন্স ও চা শ্রমিকদের জন্য প্রতিমাসে বিনামূল্যে বিশেষ বরাদ্দের মাধ্যমে ঔষধ বিতরণের ব্যবস্থা করেছি। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, লামাতাশি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক ফরিদ মিয়া তালুকদার, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির শাহিন, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, উপজেলা যুবলীগের আহ্বায়ক অলিউর রহমান অলি, যুগ্ম আহ্বায়ক মোশাহিদ আলী, জেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী শফিকুর রহমান, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম। বক্তব্য রাখেন আল ইমরান খান, আব্দুল হামিদ, অলিউর রহমান প্রমুখ।

প্রথম পাতা
শেষ পাতা