৬ মাসেও মোজাহের উচ্চ বিদ্যালয়েও দুর্নীতি মামলার প্রতিবেদন জমা হয়নি
তারিখ: ২৩-এপ্রিল-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

শায়েস্তাগঞ্জ উপজেলার মোজাহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন বাবর ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি গোলাম রাব্বানী দানু মিয়ার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলার প্রতিবেদন জমা হয়নি ৬ মাসেও। এনিয়ে বাদী পক্ষ ক্ষোভ প্রকাশ করেছেন। দুর্নীতি মামলার তদন্ত করছেন দুদুকের হবিগঞ্জ অফিসের সহকারী পরিচালক নুরুল হুদা। জানা যায়, মোজাহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন বাবর ও মোজাহের উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোলাম রাব্বানী দানু মিয়া একে অপরের মামা ভাগ্না। স্কুলের মাঠ ভরাট কাজের জন্য হবিগঞ্জ সদর আসনের এমপি মোঃ আবু জাহির স্কুলে ২ লক্ষ টাকা বরাদ্ধ দিলেও প্রধান শিক্ষক ও সভাপতি সেই কাজ না করিয়ে সমুদয় টাকা উত্তোলন করেন এবং আত্মসাত করেন। তাছাড়া স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত টাকার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করেন। উন্নয়ন মূলক কাজ না করিয়ে এবং স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে ১/১/২০১৭-২৬/৯/২০১৭ইং পর্যন্ত তারিখে প্রধান শিক্ষক ও সভাপতি মোট ৫ লক্ষ ১২ হাজার ৭০৬টাকা আত্মসাত করেন। এমন একটি অভিযোগে স্কুল পরিচালনা কমিটির সাবেক সদস্য ও ইউপি মেম্বার শেখ কালাম মিয়া বাদী হয়ে বিশেষ জজ (দায়রা জজ) আদালতে ২০১৭ সালের ২৪ অক্টোবর তারিখে একটি মামলা দায়ের করেন। তৎকালীন বিশেষ জজ মোঃ আতাবুল্লাহ মামলাটি তদন্তের জন্য হবিগঞ্জ দুদক অফিসে প্রেরণ করেন। দুদক অফিসের সহকারী পরিচালক নুরুল হুদা মামলাটির তদন্ত করছেন বলে বাদী জানান। বাদী জানান-এখন পর্যন্ত অগ্রগতির কিছুই হচ্ছে না। উপরুন্ত মামলা তুলে নিতে স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতি আমাকে চাপ প্রয়োগ করছেন। মামলা তুলে না নিলে ফলাফল ভাল হবে না বলেও বিভিন্ন জায়গা থেকে আমাকে হুমকি দেয়া হচ্ছে। মামলার বাদী ও একাধিক স্বাক্ষী অনুরুপ অভিযোগ করেছেন। তারা দ্রুত মামলার তদন্ত কাজ সমাপ্ত করে প্রতিবেদন দেয়ার দাবী জানান।

প্রথম পাতা
শেষ পাতা