জেলা যুবলীগের সভাপতি সেলিমের উপর হামলার প্রতিবাদে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নিন্দা ও প্রতিবাদ
তারিখ: ২৩-এপ্রিল-২০১৮
প্রেস বিজ্ঞপ্তি ॥

গত ৩ এপ্রিল বানিয়াচঙ্গ থেকে সড়ক পথে হবিগঞ্জ ফেরার পথে সুনারু গ্রামের কাছে কদমতলী নামক স্থানে  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের উপর সন্ত্রাসী হামলা ও গুলি বর্ষনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখা। সংবাদপত্রে পত্রে প্রেরিত এক বিবৃতিতে এই নিন্দা জনানো হয়। ঘটনার দিন নেতৃবৃন্দ একটি জরুরি কাজে বানিয়াচঙ্গ যান। সেখান  থেকে হবিগঞ্জ শহরে ফেরার পথে উপরোক্ত স্থানে পৌছলে হঠাৎ করে কতিপয় সন্ত্রাসী তাদের উপর অতর্কিত হামলা ও গুলি বর্ষন করে এতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল রায়, সাংগঠনিক সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, বিপ্লব রায় সুজন, ছাত্র বিষয় সম্পাদক পংকজ কান্তি দাস, সুমন দাসসহ একাধিক নেতৃবৃন্দ আহত হয়। উক্ত হামলার ঘটনায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জনান। সেই সাথে ঘটনার সাথে  জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় এতে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জনান।

প্রথম পাতা
শেষ পাতা