নিহতের পরিবারে শোকের ছায়া ॥ লাখাই ও বানিয়াচঙ্গের হাওরে বজ্রপাতে দুই কৃষকসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু
তারিখ: ২৩-এপ্রিল-২০১৮
জাকারিয়া চৌধুরী/আব্দুল মতিন ॥

লাখাই ও বানিয়াচংঙ্গের হাওরে বজ্রপাতে দুই কৃষকসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলো, লাখাই উপজেলার স্বজন গ্রামের কাদির মিয়ার ছেলে লুৎফুর রহমান  (৪৫) ও একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আপন মিয়া (৩৫) এবং বানিয়াচং উপজেলার হিয়ালা আগলা বাড়ির ফুল মিয়ার ছেলে মঈন উদ্দিন (১২)। গতকাল রোবার বিকেলে এই বজ্রপাতের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকালে উল্লেখিত দুই কৃষক বাড়ির পাশর্^বর্তী হাওরে ধান তুলার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় বৃষ্টির সাথে সাথে হঠাৎ বজ্রপাত ঘটলে তারা গুরুতর আহত হন। পরে পাশর্^বর্তী জমিতে কর্মরত শ্রমিকরা তাদেরকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ওসি তদন্ত নুরুল ইসলাম জানান, নিহত আপন মিয়ার শরীর বজ্রপাতে ঝলসে গেছে। এছাড়াও লুৎফুর রহামানের অধিংকাশ শরীর ঝলসে যাওয়ায় তারও মৃত্যু হয়। অপরদিকে বানিয়াচং উপজেলার হিয়ালা আগলা বাড়ির ফুল মিয়ার ছেলে মঈন উদ্দিন বাড়ির পাশর্^বর্তী মাঠে খেলাধূলা করছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই সে মারা যায়। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক এর সত্যতা নিশ্চিত করেন। এদিকে, একদিনে লাখাইয়ের স্বজন গ্রামে দুই জন নিহতের ঘটনায় নিহতের পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাদের কান্নায় এলাকার আকাশ বাতাস বাড়ি হয়ে উঠছে।

প্রথম পাতা
শেষ পাতা