মোড়াকরি ইউনিয়নে ২ কোটি ৪১ লক্ষ ২৫ হাজার টাকার বাজেট ঘোষনা
তারিখ: ২৫-মে-২০১৮
লাখাই প্রতিনিধি ॥

লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নে ২০১৮-২০১৯ অর্থ বৎসরের ২,৪১,২৫,০০৭/= টাকার বার্ষিক বাজেট ও উন্নয়ন পরিকল্পনা উন্মুক্ত জনসভায় ঘোষনা করা হয়েছে। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে  ১১,২৭, ১৫৯ টাকা এবং সরকারী প্রাপ্তি ধরা হয়েছে  ২,২৯,৯৭,৮৪৮  টাকা। বাজেটে যোগাযোগ ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শিক্ষক, ব্যবসায়ী, এনজিও কর্মী, চাকুরীজীবি, গন্যমান্য ব্যাক্তি, জেলে, কৃষক, ডাক্তার, সাংবাদিকসহ সকল পেশার লোকদের উপস্থিতিতে সচিব রঞ্জন দাসের পরিচালনায় বাজেট পেশ করেন ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল। বক্তব্য রাখেন ইউপি সদস্য গীতা রানী দাস, কুমকুম বেগম, অনুরুদ্র দাস, মর্জিনা বেগম, মরম আলী, খেলু মিয়া মা-মনি এইসএসএস প্রকল্পের এফএসও সুধা রানী সরকার, স্বাস্থ্য সহকারী সত্যেন্দ্র দেব, প্রধান শিক্ষক প্রাণেশ গোস্বামী ও কবিতা চক্রবর্তী। বাজেটে উণœয়ন ব্যয় ২,১৫,৬৮,৩৪২ টাকা এবং অনুন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২৫,৫৬,৬৬৫ টাকা।

প্রথম পাতা