শহরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে আদালত
তারিখ: ২৫-মে-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ শহরের অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুরে পরিচালিত এ অভিযানে পণ্যের গায়ে মূল্য লেখা না থাকার অপরাধে ধুলিয়াখাল এলাকার নিউ শাপলা স্টোরকে ৩ হাজার টাকা, অধিক মূল্যে গরুর মাংস বিক্রির অপরাধে শায়েস্তানগর এলাকার সোহেল মাংসের দোকানকে ১ হাজার টাকা, পিয়াজের মূল্য বেশি রাখার দায়ে ফারুক স্টোরকে ২ হাজার টাকা এবং মূল্য তালিকা না রাখার অপরাধে চৌধুরীবাজার এলাকার জগন্নাত স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদ জানান, তার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে প্রায় ৪০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। এসময় বাজারের সবজি ও মাছ ব্যবসায়ীদের ওজনে কম না দিতে ও অবৈধভাবে মূল্য বৃদ্ধি না করতে সতর্ক করে দেয়া হয়।

প্রথম পাতা