বাহুবল বাজারে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত
তারিখ: ২৫-মে-২০১৮
বাহুবল প্রতিনিধি ॥

বাহুবল বাজারে রমজান মাসে বাজার মনিটরিং জোরদার করার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন মেয়াদে জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসিম উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় তিনি মুদি দোকানে মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্যসামগ্রী রাখা, ফল বান্ডারে ওজনে কম দেয়ার অভিযোগে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, উপজেলা যুবলীগের আহ্বায়ক অলিউর রহমান অলি, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, অর্থ ও দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম শামিম, বাহুবল বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক কাজল মিয়া তালুকদার, এএসআই আনোয়ার, সাংবাদিক সৈয়দ আব্দুল মান্নান প্রমুখ। মোবাইল কোর্টে মুদি ব্যবসায়ী তামান্না ষ্টোরকে ৫ হাজার, সান ফ্লাওয়ার ষ্টোর ৩ হাজার, ছিতার মিয়ার ও আব্দুল হান্নানের ফল ভান্ডারকে ২ হাজার করে মোট ১২ হাজার টাকা জরিমান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসীম উদ্দিন বলেন, আমি আজ বিভিন্ন দোকান ঘুরে ব্যবসায়ীদের সতর্ক করেছি। তাদেরকে অতিরিক্ত মুনাফা না নেয়ার পরামর্শ দিয়েছি। মুদি দোকনগুলোতে মূল্য তালিকা টানানোর নির্দেশ প্রদান করা হয়েছে। পুরো রমজান মাস আমাদের এই বিশেষ অভিযান চলবে। পরবর্তীতে কোন অনিয়ম পাওয়া গেলে সরাসরি জেল দেয়া হবে বলে তিনি জানান।

প্রথম পাতা