তহশীলদারের বিরুদ্ধে যথা সময়ে দখল বুঝিয়ে না দেয়ায় অভিযোগ ॥ ক্ষতিপুরণের দাবীতে জেলা প্রশাসক বরাবরে বানিয়াচং বড়বাজারের ইজারাদারের আবেদন
তারিখ: ২৩-জুন-২০১৮
বানিয়াচং প্রতিনিধি ॥

৫/৬নং ভূমি অফিসের তহশীলদার সাদ আহমেদের বিরুদ্ধে যথা সময়ে দখল বুঝিয়ে না দেয়ার অভিযোগ এনে ক্ষতিপুরণের দাবীতে জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন করেছেন বানিয়াচং বড়বাজারের ইজারাদার ইমদাদুল হক। জানা যায়, হাটবাজার ইজারার দরপত্রে অংশগ্রহন করে উপজেলা সদরের খন্দকার মহল্লা গ্রামের সৈয়দ আলীর পুত্র ইমদাদুল হক সর্বোচ্চ দরদাতা হিসেবে গত ১২ এপ্রিল ১৪২৫ বাংলা সনের ১লা বৈশাখ হতে ৩০ চৈত্রের জন্য বড়বাজারের নিযুক্ত হন। যথা সময়ে ইজারার টাকা, ভ্যাট ও আয়কর পরিশোধ কওে দলিলচুক্তি সম্পাদনের পর তৎকালীন ইউএনও মুঃ আসাদুজ্জামান ইজারাদারকে বাজারের সরেজমিন দখল বুঝিয়ে দিতে ৫/৬নং ভূমি অফিসের তহশীলদার সাদ আহমেদকে নির্দেশ দেন। কিন্তু তিনি যথা সময়ে দখল বুঝিয়ে না দিয়ে ৫৩ দিন পর বুঝিয়ে দেন। ফলে উল্লেখিত সময়ে টোল আদায় করতে গেলে বাজারের অভ্যন্তরে দেওয়ান আলী রাজা ওয়াকফ্ স্টেট এর পক্ষে ১১৫৭, ১১৫৮, ১১৫৫, ১১২৫ ও ১১৫৬ দাগে স্বত্ত্ব মামলায় স্থায়ী নিষেধাজ্ঞা থাকার কথা বলে কতিপয় প্রভাবশালী ব্যক্তি টোল উত্তোলনে বাঁধা দেন এবং জোর পূর্বক তারা সমুদয় বাজারের টোল আদায় করে নেন। এছাড়া ৭২৮নং খতিয়ানের ১১৪৪ দাগে আলীয়া মাদ্রাসার দোকানঘর থাকায় ঘরের বিভিন্ন দিকের অস্থায়ী দোকান সমূহ থেকে মাদ্রাসা কর্তৃপক্ষের নিযুক্ত ইজারাদার দাবীদার জনৈক কামাল হোসেন টোল আদায় করে নেন। তহশীলদার সাদ আহমেদকে এসব বিষয় অবগত করে সরেজমিন বাজারের দখল বুঝিয়ে দিতে বার বার অনুরোধ করলেও তিনি দেই-দিচ্ছি করে সময়ক্ষেপন করতে থাকেন। অবশেষে গত ৬ জুন ইজারাদার তহশীলদারকে বাজারে পেয়ে লোকজন নিয়ে ঘিরে ধরে দখল বুঝিয়ে দিতে অনুনয়-বিনয় করতে থাকলে বিকাল ৩টার দিকে শাহ আলম, বজলু মিয়া ও সজলু মিয়া নামে তিন ব্যক্তিকে স্বাক্ষী রেখে ৫৩ দিন পর দখল সমজিয়ে দেন। যথা সময়ে দখল বুঝিয়ে না দিয়ে ৫৩ দিন পর দেয়ায় উল্লেখিত সময়ে অন্যদের বাঁধার কারণে টোল আদায় করতে না পারায় ইজারাদার আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হন। একারণে ক্ষতিপুরণের দাবীতে গত ১৪ জুন তিনি জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন করেন। এ ব্যাপারে তহশীলদার সাদ আহমেদের বক্তব্য জানতে গতকাল সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে ও ৭টা ৪১ মিনিটে দু’বার তার মোবাইল ফোনে কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

প্রথম পাতা