মাধবপুরে বহু অপকর্মের হোতা আদম খা গ্রেফতার
তারিখ: ২৩-জুন-২০১৮
মাধবপুর প্রতিনিধি ॥

মাধবপুর থানা পুলিশ বহু অপকর্মের হোতা উত্তরাঞ্চলের ত্রাস আদম খা কে গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে স্থানীয় জনতার সহযোগীতায় বিপুল সংখ্যক পুলিশ তাকে গ্রেফতার করে। ওইদিন দুপুরে থানার এসআই আব্দুস ছাত্তার সহ একদল পুলিশ নোয়াপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করে। সে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে। ওইদিন বিকেলে তাকে হবিগঞ্জ বিচারিক আদালতে সোর্পদ করা হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে বলেছেন তার বিরুদ্ধে একটি মামলার গ্রেফতারী পরোয়ানাসহ অর্ধ ডজন মামলা রয়েছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ১৯৮৬ সালে ৭ ফেব্র“য়ারী নোয়াপাড়ার জমিদার মনমোহন পালের বাড়িতে ডাকাতির ঘটনায় মনমোহন পালের মা কামিনী বালা ও তার পিতা গুলি বিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গুরুতর আহত মনমোহন পাল বাদি হয়ে আদম খাকে প্রধান আসামী করে ডাকাতি ও খুনের মামলা করেন। পরবর্তীতে একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার চাপে পরে মনমোহন পাল মামলাটি তুলে নিতে বাধ্য হন। ১৯৮২ সালে উত্তর নয়াপাড়া শফিক মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাতদলের আঘাতে শফিক মিয়া খুন হয়। এ ঘটনায় তার স্ত্রী আমেনা বেগম বাদি হয়ে আদম খার বিরুদ্ধে খুন ও ডাকাতি মামলা দায়ের করেন। এছাড়া ২০০১ সালে নোয়াপাড়া ইসলামাবাদে গেদু হত্যা মামলায় আদম খা প্রধান আসামী ছিলেন। এ ঘটনায় গেদুর স্ত্রী আউলিয়া বেগম বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ২০০৩ সালের ১০ মার্চ আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা সিলেটে ট্রেন যোগে বদর উদ্দিন কামরানের জনসভায় যাবার পথে নয়াপাড়া রেল স্টেশনে তার নেতৃত্বে মঞ্চ ভাংচুর ও আওয়ামীলীগ নেতা কর্মীদের মারধোর করা হয়।

প্রথম পাতা