বাহুবলের খাগাউড়া গ্রামে পঞ্চাইতি সভা সমাবেশের বিরুদ্ধে পুলিশের নিষেধাজ্ঞা
তারিখ: ২৩-জুন-২০১৮
বাহুবল প্রতিনিধি ॥

বাহুবল উপজেলার খাগাউড়া গ্রামে দাঙ্গা হাঙ্গামা রোধে পঞ্চাইতি সভা সমাবেশের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গতকাল শুক্রবার অপরাহ্নে বাহুবল নবীগঞ্জ সার্কেলের এএসপি পারভেজ আলম চৌধুরীর নির্দেশে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মাসুক আলী বিবাদমান পক্ষের উপস্থিতিতে এ নিষেধাজ্ঞা জারি করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জল মহালের ইজারা, পঞ্চাইতি ফান্ড এবং গ্রামের আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে দাঙ্গা হাঙ্গামা সহ দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে প্রায়ই গ্রামের তুচ্ছ বিষয়াদি নিয়ে ঝগড়াজাটি সহ মামলা মোকাদ্দমা সৃষ্টি হয়। সম্প্রতি দুই কিশোরের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে নতুন করে উভয় পক্ষের মাঝে মামলা পাল্টা মামলা দায়ের করা হয় এবং নতুন করে উত্তেজনা দেখা দেয়। এমন কি গতকাল শুক্রবার বাদ জুম্মা একটি পক্ষ পঞ্চাইতি সভা আহবান করে। এতে সংঘর্ষের আশংকা দেখা দেওয়ায় দুপুরেই এএসপি পারভেজ আলম চৌধুরী ও থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ গ্রামে অবস্থান নেয় এবং স্থানীয় এক বাড়িতে উভয় পক্ষকে নিয়ে বসে তাদের বক্তব্য গ্রহনের পর যাবতীয় বিরোধ নিরসনের জন্য পুলিশের পক্ষ থেকে সময় দেয়া হয়। এছাড়া চলমান বিরোধ নিয়ে দায়েরকৃত মামলাগুলো আইনি প্রক্রিয়ায় নিস্পত্তি করার জন্য পুলিশের পক্ষ থেকে বলা হয়। এর ভিতর গ্রামে যে কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা রোধে পঞ্চাইতি সভা সমাবেশের বিরুদ্ধে পুলিশ নিষেধাজ্ঞা জারি করে। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, স্নানঘাট ইউপি চেয়ারম্যান মোঃ ফেরদৌস আলম, এসআই মফিদুল ইসলাম, এসআই সেলিম উদ্দিন,  এএসআই আলী হোসেন, এএসআই আনোয়ার, ইউপি সদস্য ডাক্তার আব্দুর রহিম, মোঃ শওকত আলী সহ স্থানীয় ব্যাক্তিবর্গ।

প্রথম পাতা