বাহুবলে প্রভাবশালীদের ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে এক নিরীহ ব্যক্তি
তারিখ: ২১-জুলাই-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

বাহুবলের খাগাউড়া গ্রামে প্রভাবশালীদের ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে এক নিরীহ ব্যক্তি। নিজের প্রাণ হারানোর ভয়ে দেখা করতে পারছে না স্ত্রী সন্তানের সাথে। নিজের আত্মীয় স্বজন মারা গেলেও কাপন দাফনে অংশ নিতে পারছেন না। ফলে নিজের জানমালের নিরাপত্তা চেয়ে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি অভিযোগ দাখিল করা হয়েছে। খাগাউড়া গ্রামের জালাল উদ্দিনের পুত্র জুনাব আলী এই অভিযোগ দাখিল করেন। অভিযোগপত্রে উল্লেখ করেন- খাগাউড়া গ্রামের মৃত লুদাই মিয়ার পুত্র শাহ শওকত মিয়া, মৃত হাজী আব্দুন নুরের পুত্র শাহ গেদা মিয়া, মৃত শওকত আলীর পুত্র আব্দুস সহিদ ও মৃত আছাব মিয়ার পুত্র আব্দুল মালিকের অত্যাচারে স্থানীয় লোকজন অতিষ্ঠ। কিন্তু ভয়ে কেউ মুখ খোলতে সাহস পায় না। এই প্রভাবশালী মহলটি সরকারী কয়েকটি বিল খাগাউড়া গ্রামের পক্ষ থেকে লিজ দিয়ে প্রতি বছর প্রায় ৪৫ লাখ টাকা আয় করছে। এই টাকা গ্রামের উন্নয়নে ব্যয় করার কথা থাকলেও তারা নিজেরাই ভোগ করছে। এই টাকার হিসাব চাওয়ায় তারা জুনাব আলীর প্রতি ক্ষিপ্ত হয়ে উঠে। তারা জুনাব আলীকে বিভিন্নভাবে হয়রানী করতে শুরু করে। এক পর্যায়ে তারা জুনাব আলীকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। অন্যতায় তার ঘর বাড়ি ভেঙ্গে ফেলা হবে, পরিবারের লোকজনকে গ্রামে চলা ফেরা করতে দেয়া হবে না এবং হাওরে কোনো ফসল ফলাতে দিবে না বলে হুমকি দেয়। এছাড়াও জুনাব আলীকে কেউ ধরে ওই প্রভাবশালীদের নিকট হাজির করলে ২০ হাজার টাকা পুরুস্কার ঘোষণা করা হয়।

এরপর থেকে নিজের জানমালের ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে জুনাব আলী। ওই প্রভাবশালী লোকজনের ভয়ে পরিবারের লোকজনের সাথে দেখা করতে পারছে না। এরই মধ্যে তার কয়েকজন আত্মীয় মারা গেলেও তাদের কাপন দাফন কাজে অংশ গ্রহন করতে পারেনি। এ ব্যাপারে ব্যবস্থা নিতে তিনি বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দাখিল করেন।

প্রথম পাতা