সাবেক পৌর কমিশনার সৈয়দ হেলালের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত
তারিখ: ২২-জুলাই-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার ও জমিদারপুত্র সৈয়দ মোঃ হেলালের ৩য় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল শনিবার মরহুমের পরিবারের উদ্যোগে স্থানীয় সুলতাশী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে তার রুহের মাগফিরাত কামনা করা হয়। উল্লেখ, ২০১৫ সালের ২১ জুলাই তিনি শহরের পুরান মুন্সেফী এলাকার নিজ বাসায় ইন্তেকাল করেন। তার পরিবারের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন তার সন্তানরা। মরহুম সৈয়দ মোঃ হেলাল ছিলেন একজন সংগ্রামী শ্রমিক নেতা। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। রিক্সা শ্রমিকদের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন নেতা হিসেবে পরিচিত ছিলেন। অবদান রেখেছেন সব ধরণের সামাজিক আন্দোলনে। তিনি বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক সদর উপজেলার সুলতানশী গ্রামের জমিদার সৈয়দ মোহাম্মদ উল্লাহ টেনু মিয়ার ছেলে। তিনি সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন ও বিচারপতি সৈয়দ গোলাম দস্তগীরের মামা।

প্রথম পাতা