হবিগঞ্জে ২ দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব সম্পন্ন ॥ দেশীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এ রকম উৎসবের গুরুত্ব অপরিসীম- জেলা প্রশাসক
তারিখ: ২২-জুলাই-২০১৮
নিরঞ্জন গোস্বামী শুভ ॥

সাংস্কৃতিক মন্ত্রনালয়ের কর্মসূচি অনুযায়ী সারাদেশের ন্যায় হবিগঞ্জেও আনন্দঘন পরিবেশে ২ দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গত ২০ ও ২১ জুলাই জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে শান্তিপূর্ন ভাবে এ উৎসব সম্পন্ন হয়। এতে নৃত্য ও সংগীত পরিবেশন করেন জেলার প্রত্যান্ত অঞ্চল থেকে আগত প্রায় ৮০ জন শিল্পী। প্রতিদিন বিকেল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, পল্লীগীতি, লোকগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, মুর্শেদী, লালন গীতি, দেশের গান, আধুনিক গান, সাওতাল নৃত্য, মনিপুরী নৃত্যসহ বিভিন্ন ধরনের নৃত্য ও সংগীতের সুরের মোর্চনায় দর্শকদের মাতোয়ারা করে রাখেন আগত শিল্পীরা। বিভিন্ন এলাকার শিল্পীদের আগমনে শিল্পকলা অঙ্গন পরিনত হয়েছিল মিলন মেলায়।

গতকাল শনিবার উৎসবের শেষদিনে অংশগ্রহনকারী শিল্পীদের মধ্যে সনদ বিতরণ করেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ। সমাপনী বক্তব্যে উৎসবে অংশগ্রহনকারী শিল্পী, দর্শক, অতিথি ও কলা-কুশলীদের প্রতি ধন্যবাদ জানিয়ে জেলা প্রশাসক বলেন, “আমাদের নিজস্ব সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এধরণের উৎসবের গুরুত্ব অপরিসীম। তরুণ প্রজন্মের মেধা, মনন বিকাশে মাননীয় প্রধানমন্ত্রী এ উৎসবের প্রতি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন”।উৎসব পরিচালনা করেন শিল্পকলা একাডেমির এডহক কমিটির সদস্য সিদ্ধার্থ বিশ্বাস ও আবুল ফজল। হবিগঞ্জে এত সংখ্যক শিল্পীর অংশগ্রহনে এত সু-শৃঙ্খল মনোমুগ্ধকর সাংস্কৃকিত উৎসব ইতিপূর্বে অনুষ্ঠিত হয়নি বলে অনেক দর্শককে মন্তব্য করতে শুনা যায়।

প্রথম পাতা