লাখাইয়ে অবৈধ কারেন্টজাল জব্দ ও ২ হাজার টাকা জরিমানা
তারিখ: ২২-জুলাই-২০১৮
লাখাই প্রতিনিধি ॥

জাতীয় মৎস্য সপ্তাহ ১৮ইং চলমান অবস্থায় লাখাইর বুল্লা ও লাখাই হাওরে অবৈধ কারেন্ট জাল উদ্ধারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা প্লাবন সরকার ও প্রয়োজন সংখ্যক পুলিশ সদস্য। অভিযান কালে বুল্লা হাওর থেকে ২শ মিটার অবৈধ কারেন্টজাল জব্দ ও কারেন্টজাল ব্যবহার এর দায়ে প্রিয়তোষ দাসকে নগদ ২ হাজার টাকা জরিমানা করেন। পরে জব্দকৃত জাল স্থানীয় বুল্লা বাজারে জনসম্মুখে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। উল্লেখ্য গত ১৮ই জুলাই থেকে ২৪ জুলাই ১৮ পর্যন্ত সারা দেশের ন্যায় লাখাইয়েও জাতীয় মৎস সপ্তাহ পালিত হচ্ছে।

প্রথম পাতা