জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচি ॥ আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস
তারিখ: ১৫-অগাস্ট-২০১৮
কাউছার আহমেদ টিপু ॥

আজ ১৫ আগস্ট। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী। বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে জেলা প্রশাসন ও আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে নেওয়া হয়েছে রক্তদান ও শোক র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচি। জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া কর্মসূচিগুলো হল, সূর্য উদয়ের সাথে সাথে সরকারি ও আধা সরকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে, সকাল ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, সকাল সাড়ে ৯টায় নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে শোক র‌্যালি ও মৌন মিছিল, সকাল ১০টায় কলেক্টরেট ভবন প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা ও রক্তদান কর্মসূচি, সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল, এছাড়াও সকল মসজিদ, মন্দির ও গীর্জায় কোরআন খতম ও বিশেষ মোনাজাত প্রার্থনার আয়োজন করা হয়েছে। এছাড়াও আওয়ামীলীগ, ছাত্রলীগসহ দলীয় নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পনসহ বিভিন্ন কর্মসুচির আয়োজন করেছেন। দিনটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।

প্রথম পাতা