লাখাইয়ে হাওরে হাসের খামারে ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা
তারিখ: ১৫-অগাস্ট-২০১৮
নিরঞ্জন গোস্বামী শুভ ॥

লাখাই উপজেলার লাকড়িমুড়ি হাওরে আব্দুল কাদির (৪৫) নামে এক হাঁস ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে তার শরীরে ধালো অস্ত্রের বেশ কয়েকটি আঘাত রয়েছে। এর আগে সোমবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত আব্দুল কাদির উপজেলার হোসেনপুর গ্রামের মৃত কলমদর আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল কাদিরের হাঁসের খামার রয়েছে। লাকড়ি মুড়ি হাওরে হাঁসের জন্য তৈরি করা ঘরে বসবাস করতেন তিনি। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় তাকে দেশি অস্ত্র ফিকল দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এসময় তার ভাইকেও বেধে রাখে দুর্বৃত্তরা। সকালে  স্থানীয় লোকজন তার মরদেহ দেখে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থলে গিয়ে পুলিশ তার ভাইকে হাত পায়ের বাধন খুলে দেয়। এ ব্যাপারে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) অজয় চন্দ্র দেব জানান, আব্দুল কাদিরের শরীরে ফিকলের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। এখনও এ ঘটনায় কোন মামলা দায়ের করা হয়নি। তবে কারা হত্যা করেছে তাদের ছিনতে পেরেছে সফু মিয়া। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা হচ্ছে না।

প্রথম পাতা