মাধবপুরে শিক্ষকদের নির্বাচন দুই শিক্ষককে হেনস্তা ॥ শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ
তারিখ: ১২-সেপ্টেম্বর-২০১৮
মাধবপুর প্রতিনিধি ॥

মাধবপুরে প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির নির্বাচন এবং দুই শিক্ষককে হেনস্তা করাকে কেন্দ্র করে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে এ ঘটনা ঘটে। শিক্ষকদের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমানের নির্দেশে ১৪ সেপ্টেম্বর মাধবপুর প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনের তফসিল অনুযায়ী বিভিন্ন পদে প্রার্থীরা নির্বাচনী প্রচার চালিয়ে আসছিলেন। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঙ্গলবার সকালে নির্বাচন কর্মকর্তা শিক্ষক সৈয়দ শামসুর রহমানকে অফিসে ডেকে এনে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তা স্থগিত করার জন্য চাপ সৃষ্টি করেন। এ সময় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষক আখতারুল ইসলাম এবং বিজয় ভট্টাচার্য্যকে তার অফিসে হেনস্তা করেন। উপজেলা পাইলট স্কুলে সভা চলাকালে এ সংবাদ ছড়িয়ে পড়লে শিক্ষকদের মাঝে উত্তেজনা দেয়। এসময় অর্ধশতাধিক শিক্ষক প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অফিস ঘেরাও এবং তাকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে ইউএনও মল্লিকা দে দ্রুত প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের নিয়ে সমঝোতা বৈঠকে বসেন। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান জানান, শিক্ষকরা বিদ্যালয়ে পাঠদান থেকে বিরত থেকে প্রচারে অংশগ্রহণ করে আচরণবিধি লঙ্ঘন করে আসছিলেন। এ কারণে বিভিন্ন দিক বিবেচনা করে নির্বাচন স্থগিত করা যায় কি-না বিষয়টি ভাবা হয়েছিল।

প্রথম পাতা