হবিগঞ্জে বিআরটিএর উদ্যোগে নিরাপদ সড়কের জন্য নাগরিক কর্তব্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
তারিখ: ১২-সেপ্টেম্বর-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

আইন মেনে চালাব গাড়ি নিরাপদে ফিরব বাড়ি এ সে­াগানকে সামনে রেখে নিরাপদ সড়কের জন্য নাগরিকের কর্তব্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে জেলা প্রশাসন বাংলাদেশ বিআরটিএর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা  ম্যাজিস্ট্রেট  তারেক মোহাম্মদ জাকারিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার, সওজের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, বিআরটিএর সহকারী পরিচালক হাবিবুর রহমান, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ জসিম উদ্দিন, শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল চন্দ্র ভৌমিক, হবিগঞ্জ চেম্বার প্রেসিডডেন্ট মোতাছিরুল ইসলাম, জেলা মটরমালিক গ্র“পের সাধারণ সম্পাদক শঙ্ক শুভ্ররায় প্রমুখ। সভায় জেলা প্রশাসক, গাড়ির মালিকগণের প্রতি আহবান করে বলেন, যান্ত্রিক ক্রটিযুক্ত ও ফিটনেসবিহীন গাড়ি, অবৈধ কাগজপত্র, বিআরটিএর সংশ্লিষ্ট অফিস থেকে ড্রাইভিং লাইসেন্সের বৈধতা যাচাই করে গাড়ি চালকদের নিয়োগ দিতে হবে। তিনি চালকদের উদ্দেশ্যে বলেন নিষিদ্ধ এলাকা, রাস্তার বাকে, সরু ব্রীজে ওভারটেকিং গতিসীমা লংঘন, মাদকদ্রব্য সেবন করে গাড়ি চালানো যাবে না। গাড়িতে অতিরিক্ত যাত্রী ওঠানো, ড্রাইভিং লাইসেন্সসহ সকল প্রকার ট্রাফিক আইন মেনে চলার জন্য তিনি আহ্বান জানান। তিনি আরো বলেন, আমাদের নাগরিক হিসাবে যার যে দায়িত্ব সড়ক দূর্ঘটনা রোধে তা সঠিক ভাবে পালন করতে হবে। আমরা আমাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করলে সড়ক দূর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে। এতে সিএনজি  ট্রাক  লরির মালিক সমিতির ও স্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারনের অংশ গ্রহণে জেলার নিরাপদ সড়কের জন্য নাগরিকের কর্তব্য নিয়ে স্বতঃস্ফুর্ত আলোচনা হয়।

প্রথম পাতা