ফুটবল খেলার মাঠে প্রবেশের জের ॥ বানিয়াচঙ্গে ওসির হাতে ছাত্রলীগ নেতা লাঞ্ছিত অপসারণের দাবিতে বিক্ষুব্ধ নেতাকর্মীর বিক্ষোভ
তারিখ: ১৫-সেপ্টেম্বর-২০১৮
বানিয়াচং প্রতিনিধি ॥

তুচ্ছ ঘটনা নিয়ে বানিয়াচংয়ে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন সুমনকে লাঞ্ছিত করেছেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক। গত বৃহস্পতিবার বানিয়াচং এল আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট খেলার সময় এ লাঞ্ছিতে’র ঘটনা ঘটে। সুত্র জানায়, বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনাল খেলার সময় ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন সুমন মাঠের বাহিরে দর্শক সাঁড়িতে বসে খেলা উপভোগ করছিলেন। অসাবধানতায় তার একটি পা মাঠের দাগের ভিতরে চলে আসে। এক পর্যায়ে ওসি মোজাম্মেল হক সুমনকে তার পা মাঠের ভিতর থেকে সরাতে বলেন। এই নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ওসি মোজাম্মেল হক সুমনকে তার সার্টের কলারে ধরে মাঠের ভিতরে নিয়ে আসেন। সেখানে নিয়ে এসে তাকে বেদড়ক প্রহার করে ওসি মোজাম্মেল হক। এই অবস্থা দেখে খেলা দেখতে আসা দর্শকরা দিগি¦দিক ছুটোছুটি করতে থাকে। এ ঘটনায় সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা দর্শকদের মাঝে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেন। ঘটনাটি খেলা দেখতে আসা হাজারো দর্শকরা দেখে হতবিহবল হয়ে পড়ে। খেলা শেষে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান এই বিষয়টি শুনে তৎক্ষনাত ওসি মোজাম্মেল হক ও সুমনকে ডেকে এনে সাময়িক মিটমাট করে দেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার রাত সাড়ে আটটায় ওসি মোজাম্মেল হকের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলী, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, তাঁতীলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী। মিছিলটি বড়বাজারের শহীদ মিনার থেকে আরম্ভ হয়ে গুরুত্বপুর্ণ রাস্তা প্রদক্ষিণ করে ১নং উত্তর-পুর্ব ইউনিয়ন পরিষদে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। আওয়ামীলীগের প্রচার সম্পাদক আসাদুর রহমান খান আসাদের সভাপতিত্বে ও ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল হালিম সোহেলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, কৃষকলীগের সহসভাপতি মওদুদ আল-মাহমুদ, যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, শ্রমিকলীগের সাবেক আহবায়ক এড.মুর্শেদুজ্জামান লুকু, শ্রমিকলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোশাহিদ আলী সাহেদ, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এড.আসাদুজ্জামান খান তুহিন, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ শিহাব, তাঁতীলীগের আহবায়ক রুবেল মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান, তাপস হোম প্রমুখ। নেতৃবৃন্দরা বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হকের অপসারণের দাবি জানান। পাশাপাশি ২৪ঘন্টার ভিতরে এই থানা থেকে অপসারণের জন্য আল্টিমেটাম দেন সমাবেশে আসা নেতাকর্মীরা। অন্যথায় রাজপথ অবরোধসহ কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

প্রথম পাতা