শহরের প্রধান সড়কের ড্রেনে রাত্রীকালীন পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন মেয়র জি কে গউছ
তারিখ: ২০-সেপ্টেম্বর-২০১৮
প্রেস বিজ্ঞপ্তি ॥

হবিগঞ্জ শহরের টাউন মসজিদ এলাকায় প্রধান সড়কের ড্রেনে রাত্রীকালীন পরিচ্ছন্নতা কাজ পরিদর্শন করেছেন মেয়র আলহাজ্ব জি কে গউছ। বুধবার রাতে মেয়র পরিচ্ছন্নতা কাজ পরিদর্শনের জন্য টাউন মসজিদ এলাকায় যান। এ সময় তিনি পরিস্কার-পরিচ্ছন্নতা নিয়ে এলাকাবাসীর সাথে আলোচনা করেন। প্রধান সড়কের পাশের ড্রেনে কোন কোন ব্যবসায়ী স্ল্যাবের উপর ঢালাই দেয়ার কারনে মেয়র অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন পানি নিস্কাশনের ড্রেন সব সময় বাধামুক্ত রাখা উচিত। ড্রেন বাধামুক্ত থাকলে জলাবদ্ধতায় মানুষ ভোগান্তির শিকার হবে না। মেয়র ড্রেনে ময়লা আবর্জনা ফেলা বন্ধ করতে সকলকে উদ্বুদ্ধকরনের জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানান। উল্লেখ্য কিছুদিন বিরতি দেয়ার পর গত ১৮ সেপ্টেম্বর হতে মেয়র আলহাজ্ব জি কে গউছের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভা পুনরায় রাত্রীকালীন বিশেষ পরিচ্ছন্নতা কাজ শুরু করে।

প্রথম পাতা