জাতীয় পার্টির মহাসমাবেশে জাপা নেতা আতিকের নেতৃত্বে হবিগঞ্জ-৩ ও হবিগঞ্জ-৪ আসনের জাপার নেতাকর্মীদের অংশ গ্রহন
তারিখ: ২৩-অক্টোবর-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির নেতৃত্বধীন সম্মিলিত জোটের মহাসমাবেশে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিকের নেতৃত্বে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের জাতীয় পার্টির নেতাকর্মীরা অংশ গ্রহন করেন। শনিবার ভোর সকালে নেতৃবৃন্দ কয়েকটি বাস নিয়ে  সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন। পরে সোহরাওয়ার্দী উদ্যানের সামনের রাস্তায় জাপা নেতা আতিকের নেতৃত্বে নেতৃবৃন্দ মিছিল করেন। পরে মিছিল নিয়ে নেতৃবৃন্দ সমাবেশস্থল উদ্যানে প্রবেশ করেন। সভাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, কো-চেয়ারম্যান বিরোধীদলীয় নেত্রী বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী জিএম কাদের ও মহা-সচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। সমাবেশ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় জাপা নেতা আলহাজ্ব আতিকুর রহমান আতিক বলেন-পল্লীবন্ধু এরশাদ আগামী নির্বাচনে ৩শ আসনে একক ভাবে অংশ করবেন বলে জানিয়েছেন। এই হিসেবে কিছু দিনের ভিতরে তিনি ৩শ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষনা করবেন। হবিগঞ্জের ৪টি আসনে জাতীয় পার্টির প্রার্থীরা অংশ নেবেন। হবিগঞ্জ-৩ ও হবিগঞ্জ-৪ আসনে নির্বাচন করার জন্য পল্লীবন্ধু এরশাদ আমাকে নির্দেশ দিয়েছেন। পল্লীবন্ধু এরশাদ এর নির্দেশ অনুযায়ী আমি ২টি আসনে কাজ করে যাচ্ছি। সকলের সহযোগিতা নিয়ে আগামীতে ইনশাল্লাহ এমপি নির্বাচিত হবো। মহাসমাবেশে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা যুবসংহতির সভাপতি প্রভাষক এসএম লুৎফুর রহমান, আব্দুস সালাম মেম্বার, মাধবপুর উপজেলা জাপা সভাপতি কদর আলী মোল্লা, লাখাই উপজেলা জাপা সভাপতি শাহাজাহান তালুকদার, ফকির কাউছার আহমেদ, আব্দুল মোকাদ্দিম নিশু, চুনারুঘাট উপজেলা জাপার সাধারণ সম্পাদক মোনায়েম চৌধুরী, সহ-সভাপতি আবুল হাসিম মেম্বার, পৌর জাপার সভাপতি হাজী দুলাল, বাহুবল উপজেলা জাপার সদস্য সচিব আব্দুল আহাদ মেম্বার, জেলা যুবসংহতির নেতা সোহেল আহমেদ রানা, আবু তাহের সুলতান, জুয়েল আহমেদ জীবনসহ জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগন।

প্রথম পাতা