হবিগঞ্জে র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
তারিখ: ২৩-অক্টোবর-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

আইন মেনে চলব নিরাপদ সড়ক গড়ব’ এই শ্লোগানকে সামনে নিয়ে হবিগঞ্জে র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসন ও হবিগঞ্জ বিআরটিএ এর উদ্যোগে একটি র‌্যালি শহরে বের করা হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিন শেষে নিমতলায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ, অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাবেল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া, হবিগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর ফারুক আল মামুন ভূইয়া, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ বিআরটিএর মোটরযান পরিদর্শক শরফুদ্দীন আকন্দ, ইমা মালিক সমিতির সভাপতি এমদাদুল রহমান বাবুল, সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাব উদ্দিন, মাইক্রোবাস সমিক ইউনিয়নের নেতা আরজত আলী, নিরাপদ সড়ক চাই হবিগঞ্জ জেলা শাখার সভাপতি এম আর মামুন, জেকে এন্ড হাই স্কুলের সহকারী শিক্ষক শিরিন শারমিন প্রমুখ। র‌্যালিতে বিভিন্ন যানবাহনের শ্রমিক, স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ গ্রহন করেন।

প্রথম পাতা