লাখাইয়ে কমিউনিটি পুলিশিং সভায় পুলিশ সুপার ॥ সংসদ নির্বাচনের পূর্বে গ্রাম পুলিশ ও কমিউনিটি পুলিশকে সজাগ থাকতে হবে
তারিখ: ২৩-অক্টোবর-২০১৮
লাখাই প্রতিনিধি ॥

চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ এবং সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে হবিগঞ্জের জেলার প্রতিটি উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রনে রাখতে দায়িত্ব পালনে পুলিশের পাশাপাশি গ্রাম ও কমিউনিটি পুলিশিং সদস্যদের আরো সজাগ শুধু নয়, বরং আরো কঠোর হতে হবে। গতকাল সোমবার বিকেলে লাখাই থানা ক্যাম্পাসে থানা কর্তৃপক্ষ আয়োজিত এবং অফিসার ইনচার্জ এমরান হোসেনের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) অজয় দেবের সঞ্চালনায়  অনুষ্ঠিত গ্রাম পুলিশ ও কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দের সাথে পৃথক মত বিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় মোহাম্মদ উল্ল্যা আরও বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন আর বেশী দুরে নয়। ফলে কোন ক্রমেই আইনশৃংখলা পরিস্থিতি অবনতি ঘটাতে পারে এমন কাউকেই সুযোগ দেবে না পুলিশ’। তিনি বলেন, ‘শুধু শহর নয়, জেলার প্রতিটি গ্রামের আনাচে-কানাচে কোন অপরাধ হতে দেয়া হবেনা এমনকি অপরাধীও থাকতে পারবেনা। নিয়মিত মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী ও অন্যান্য যে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী-সেবনকারী, ইভটিজারসহ নানা অপরাধে সম্পৃক্ত দুষ্টু লোকদের অবিলম্বে আদালতে আত্মসমর্পণ অথবা গ্রেফতারে সহযোগিতা করতে হবে গ্রাম পুলিশদের। কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দকে এসব বিষয়ে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে গ্রাম পুলিশসহ সংশ্লিস্ট কমিটির নেতৃবৃন্দ বা সদস্যরা কেউ আক্রান্ত বা হুমকির সম্মুখীন হলে পুলিশ তাদের পাশে থেকে যথাযথ জবাব দেবে’। তিনি সোমবার লাখাইয়ের মুড়াকড়িতে দু’পক্ষের সংর্ঘষে হাকিম নামে একজনের মৃত্যুর বিষয়টিকে অত্যন্ত দুঃখজনক হিসেবে অভিহিত করে বলেন, ‘এসব ঘটনা সংঘটিত হওয়ার আগেই পুলিশ আইনগত ব্যবস্থা নিতে চাইলেও জনপ্রতিনিধিরা তা সালিশ বৈঠকে সমাধানের দায়িত্ব নেন। আর এ সময়ের মাঝেই এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটে যায়। যা কখনও কাম্য নয়। যে মায়ের বুক খালি হয়, তিনিই বুঝেন সন্তান হারানোর কষ্ট কি। অথচ হামলাকারীরা বুঝে না তারা একজন মায়ের বুক খালি করে দিল’। এদিকে, উপজেলায় অপরাধ প্রবনতা কমিয়ে আনতে অবদান রাখায় গ্রাম পুলিশদেরকে তিনি পুরস্কার স্বরূপ নগদ অর্থ তুলে দেন। এ সময় ওই দুটি সভায় যথাক্রমে পৃথক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, ওসি (তদন্ত) অজয় দেব, দৈনিক জনকন্ঠের হবিগঞ্জ প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন, বুল্লা ইউপি চেয়ারম্যান মুক্তার হোসেন বেনু, করাব ইউপি চেয়ারম্যান আব্দুল হাই প্রমূখ।

প্রথম পাতা