এরশাদের নির্দেশে বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন শংকর পাল
তারিখ: ১৫-নভেম্বর-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশে হবিগঞ্জ-২ (বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ) আসনে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল। মঙ্গলবার তিনি দলীয় মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেয়ার পূর্বে জাতীয় পার্টির চেয়ারম্যানের বারিধারাস্থ প্রেসিডেন্ট পার্কের বাস ভবনে তার সাথে সাক্ষাত করেন জাপা নেতা শংকর পাল। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান তাকে হবিগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র দাখিল করার নির্দেশ দেন। এ ব্যাপারে জাপা নেতা শংকর পাল বলেন-জাতীয় পার্টির নেতৃত্বধীন সম্মিলিত জোটের চুড়ান্ত প্রার্থী হিসেবে আমাকে নির্বাচনে অংশ নেয়ার জন্য পল্লীবন্ধু এরশাদ নির্দেশ দিয়েছেন। নির্দেশ অনুযায়ী আমি মনোনয়নপত্র দাখিল করেছি। তিনি আমাকে বলেছেন জোট মহাজোট যাই হোক তুমি সেখানে নির্বাচন করবে। এজন্য তুমি প্রস্তুত থাকো। এদিকে গতকাল বুধবার জাপার নেতা শংকর পাল বানিয়াচঙ্গ উপজেলা সদরের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের নিয়ে গনসংযোগ করেন এবং সম্মিলিত জোটের শরীক দল খেলাফত মজলিশ এর বানিয়াচঙ্গ উপজেলা শাখার সভাপতি মাওলানা ডাঃ বশির আহমেদ ও সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল ওয়াহেদ লস্করসহ অন্যান্য নেতাকর্মীদের সাথে সাক্ষাত করেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মুখছুদুজ্জামান খান, জাতীয় যুবসংহতির সাধারণ সম্পাদক শেখ জালাল, সহ-সভাপতি তাজ উদ্দিন, উপজেলা জাপার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া, জেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দেব, উপজেলা জাপা নেতা ময়না মিয়া, যুবসংহতির নেতা হবিবুর রহমান হবিব, ফরিদ আহমেদ, সৈয়দ মছরুর আহমেদ, নুরুল আমিন প্রমূখ।

প্রথম পাতা