হবিগঞ্জের মানুষের কল্যাণে আজীবন নিজেকে নিয়োজিত রাখতে চাই-আতিক ॥ হবিগঞ্জ-৩ আসনেই নির্বাচন করবেন জাপা নেতা আতিক
তারিখ: ১৭-নভেম্বর-২০১৮
প্রেস বিজ্ঞপ্তি ॥

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, হবিগঞ্জ জেলা সভাপতি ও পার্লামেন্টারী বোর্ডের সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আতিকুর রহমান আতিক বলেছেন-হবিগঞ্জের মানুষকে ভালবাসি বলেই বাড়ি নির্মাণ করেছি। হবিগঞ্জের ভোটার হয়েছি। পাশাপাশি সব সময় হবিগঞ্জের মানুষের সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছি। সুখে দুঃখে তাদের পাশে দাঁড়িয়েছি। বিশেষ করে হবিগঞ্জ, লাখাই ও শায়েস্তাগঞ্জের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছি। বিভিন্ন সময়ে আমার ব্যক্তিগত তহবিল থেকে দরিদ্র-অসহায় মানুষকে সহযোগিতা করেছি। অত্র এলাকার বিভিন্ন স্কুল, মাদ্রাসা, মসজিদসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আমার ব্যক্তিগত তহবিল অনুদান দিয়েছি। এখনও আমার সহযোগিতা অব্যাহত রেখেছি। ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তিনি বলেন- আমার নেতা সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর নির্দেশে আমি বিগত সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হয়ে অংশ নিয়েছিলাম। এবারও পল্লীবন্ধু এরশাদের নির্দেশে হবিগঞ্জ-৩ থেকেই নির্বাচনে অংশ নিতে চাই। জোট-মহাজোট যেটা হোক ইনশাল্লাহ্ আমিই প্রার্থী থাকবো। এ জন্য হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জবাসীর সার্বিক সহযোগিতা, দোয়া, আশির্বাদ ভোট কামনা করছি। জাপা নেতা আতিকুর রহমান আতিক এক বিবৃতিতে বলেন-হবিগঞ্জের মানুষ আমাকে ভালবাসেন বলেই আমাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি করছেন। অনেকে আমাকে নিয়ে সমালোচনা করছেন। যারা সমালোচনা করছেন আমি বলবো, তারাও আমাকে ভালবাসেন। তাই সময় ব্যয় করে তারা আমাকে নিয়ে দুয়েকটি কথা লিখছেন। এ জন্য তাদের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের সার্বিক সহযোগিতা, দোয়া, আশির্বাদ ও ভোট কামনা করছি। জাপা নেতা আতিক বলেন-আমি এমপি নির্বাচিত হয়ে এই ভালবাসার প্রতিদান দিতে চাই। তিনি বলেন-মহান আলাহ তালা আমাকে অনেক কিছু দিয়েছেন। তা দিয়ে আমি মানুষের সেবা করতে চাই। তবে এমপি নির্বাচিত হলে আমার সহযোগিতার হাত আরো বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন-হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জের মানুষের কল্যাণে আজীবন নিজেকে নিয়োজিত রাখতে চাই।

প্রথম পাতা