আজিমনগর মাদ্রাসার কৃতিত্ব ॥ আজমিরীগঞ্জে ১ বছরেই কোরআনের হাফিজ হয়েছেন নাঈম
তারিখ: ৭-ডিসেম্বর-২০১৮
প্রেস বিজ্ঞপ্তি ॥

আজমিরীগঞ্জের আজিমনগর মাদ্রাসার ছাত্র মোঃ নাঈম ১ বছরেই কোরআনে হাফিজ হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। আর এতে করেই প্রতিষ্ঠানটি তাদের ঈর্ষণীয় সাফল্য অর্জন করে। জেলায় উল্লেখযোগ্য যে কয়েকটি হাফিজিয়া মাদ্রাসা রয়েছে তার মধ্যে একটি প্রতিষ্ঠান হচ্ছে আজমিরীগঞ্জ উপজেলা সদরের আজিমনগর এমদাদিয়া হাফিজিয়া মাদ্রাসা। প্রতিষ্ঠানটি হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশনের অন্তর্ভূক্ত। দুইজন সুনাম ধন্য  শিক্ষক হাফেজ মোঃ মাসুম বিল্লাহ ও হাফেজ আব্দুল হাই আল হাদির সার্বিক পরিচালনায় বর্তমানে ৬৭জন শিক্ষার্থী হিফজ বিভাগে অধ্যয়ন করছেন। প্রতিষ্ঠানের পরিচ্ছন্ন পরিবেশ, শিক্ষকদের পরিকল্পিত পাঠ ও বাস্তবায়ন, আমল-আখলাকের পাবন্দী, শিক্ষার গুণগতমানসহ সর্বোপরি একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি। এবারও ৫জন ছাত্র হাফিজ হয়েছেন। তারা হলেন, হাফেজ নূরুল ইসলাম নাঈম (১০), হাফেজ আব্দুল্লাহ আল মাহবুব, হাফেজ মোঃ নুরুজ্জামান (১৬), হাফেজ তোফাজ্জুল হক (১৫), হাফেজ মিকদাদ হোসেন তামিম। ৫জন ছাত্র হিফজ সমাপনী করায় গতকাল ৬ বৃহস্পতিবার মাদ্রাসা প্রাঙ্গনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক হাফেজ মাসুম বিল্লাহ'র সভাপতিত্বে ও হাফেজ আব্দুল হাই আল হাদির পরিচালনায় অনুষ্টিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক মাওলানা উমর ফারুক শাবুল, মাওলানা তারিফ বিন শামছ, মাওলানা শামছুল আলম সিরাজী, মাওলানা রিয়াজুল ইসলাম শাহীন, হাফেজ শামীম আহমদ, মো: ইমরান মিয়া, মো: কামরুজ্জামান, মোঃ ফজল মিয়া, মোঃ মুস্তাক মিয়া প্রমূখ।

প্রথম পাতা