আওয়ামী মৎস্যজীবীলীগের পরামর্শ সভায় বক্তারা ॥ হবিগঞ্জে ইতিহাসের সর্বোচ্চ উন্নয়ন করেছেন এমপি আবু জাহির
তারিখ: ৭-ডিসেম্বর-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ সদর-লাখাই ও শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এর সমর্থনে বিভিন্ন স্থানে দলীয় নেতৃবৃন্দকে নিয়ে পরামর্শ সভা অব্যাহত রেখেছে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ। বৃহস্পতিবার হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ রমিজ আলীর কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে পরামর্শ সভার আয়োজন করা হয়। এতে নেতাকর্মীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং নানা শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, হবিগঞ্জে শেখ হাসিনা মেডকেল কলেজ, আধুনিক স্টেডিায়াম, আড়াইশ’ শয্যার আধুনিক হাসপাতাল, বলভদ্র নদীর উপর সেতু নির্মাণ করে ঢাকা-সিলেট মহাসড়কে দূরত্ব কমিয়ে আনা, শতভাগ বিদ্যুতায়নসহ শিক্ষা ও সকল ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাপক উন্নয়ন করেছেন এমপি আবু জাহির। বিগত ১০ বছরে হবিগঞ্জের ইতিহাসে সর্বোচ্চ উন্নয়ন সম্পাদন করেন তিনি। স্বাধীনতা পরবর্তী সময়ে আর কোনও সরকারের আমলে হবিগঞ্জে এতো উন্নয়ন হয়নি। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং অবকাঠামোসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে আগামী নির্বাচনে এমপি আবু জাহিরকে নৌকায় প্রতীকে ভোট দেয়ার আহবান জানান তারা। মোঃ ওস্তার মিয়ার সভাপতিত্বে ও আব্দুল জব্বার এর পরিচালনায় পরামর্শ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ- সভাপতি মোঃ রমিজ আলী। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি শাহীন মিয়া, সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ আলী, আব্দুল জব্বার, তাজুল ইসলাম, সমরাজ মিয়া, আলাল মিয়া, মন্নর আলী, ইয়াসিন মিয়া, ফুল মিয়া, মন্নান মিয়া, নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, মোঃ ওয়াকিবুর রহমান সুদীন, আব্দুল আলী, কাউছার মিয়া, রহমান মিয়া, মদরিছ মিয়া, আব্দুল মতিন প্রমুখ। আজ শুক্রবার হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর ইউনিয়নের সুতাং বাজারে পরামর্শ সভার আয়োজন করা হয়েছে। এতে সংগঠনের সকল নেতাকর্মীকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ হবিগঞ্জের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম।

প্রথম পাতা