মৌলভীবাজার জেলায় শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেলেন নাজমীন আক্তার
তারিখ: ১১-ডিসেম্বর-২০১৮
প্রেস বিজ্ঞপ্তি ॥

মৌলভীবাজার জেলায় শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা পেলেন শিক্ষানবিশ আইনজীবি নাজমীন আক্তার। গত রবিবার সকাল ১১টায় মৌলভীবাজার জেলা সার্কিট হাউসে তাকে আনুষ্ঠানিক ভাবে এ সম্মাননা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল আহমেদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান হেলেনা চৌধুরী,  শ্রীমঙ্গল উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জহুর লাল বর্ধন প্রমুখ। নাজমীন আক্তার মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল (পুরান গাঁও) গ্রামের মৃত শেখ মুন্সী মোঃ আঃ গফুর ও মাতা তাজিনুন নেছার কন্যা। তিনি হবিগঞ্জ জেলা জজ কোর্টে শিক্ষানবিশ আইনজীবি হিসেবে কর্মরত। তার স্বামীর বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের বারআওলিয়া গ্রামে। তিনি ওই গ্রামের সর্দার বাড়ির মোঃ সুমন মিয়ার স্ত্রী। উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর রবিবার বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০১৮ উৎযাপন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সমগ্র দেশব্যাপী “জয়িতা অন্বেষনে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় “শিক্ষা ও চাকুরী” ক্ষেত্রে সাফল্য অর্জন করায় নাজমীন আক্তারকে এ সম্মাননা দেয়া হয়। নাজমীন আক্তার একই দিনে শ্রীমঙ্গল উপজেলার শ্রেষ্ঠ জয়িতা হিসেবেও সম্মাননা গ্রহন করেন।