হরিপুরে যুবককে কুপিয়ে ক্ষত-বিক্ষত করার ঘটনার মামলায় আরো ২ আসামী কারাগারে
তারিখ: ১১-ডিসেম্বর-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ শহরতলীর হরিপুরে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে সিএনজি চালককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করার ঘটনায় দায়ের করা মামলায় ২ আসামীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল সোমবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরন করা হয়। জানা যায়, গতকাল উল্লেখিত সময়ে ওই মামলার আসামী হরিপুর এলাকার সুরাব মিয়ার পুত্র মঞ্জু মিয়া ও একই এলাকার আব্দুল হক (কসাই) হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। এ সময় আদালত তাদের জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মামলার বাদি আলী হোসেন জানান, ইতিমধ্যে উল্লেখিত আসামী আব্দুল হক (কসাই) ও মঞ্জু মিয়া আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এ ব্যাপারে তিনি গত ৫ অক্টোবর আসামীদের জামিন না মঞ্জুরের আবেদন জানিয়ে আদালত পিটিশন দাখিল করেন। ফলে আদালত গতকাল মামলার শুনানী শেষে আসামীদের কারাগারে প্রেরণ করেন। এছাড়াও ইতিমধ্যে ওই মামলায় হরিপুর গ্রামের আলাউদ্দিনের পুত্র অপর আসামী আহাম্মদ মিয়া একই আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। উল্লেখ্য, গত ২৩ অক্টোবর সকালে শহরতলীর হরিপুরে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ওই গ্রামের মৃত আমির আলীর পুত্র ফরিদ মিয়াকে পরিকল্পিতভাবে একদল দূর্বৃত্তরা কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে ফেলে। এ সময় স্থানীয় লোকজন তাকে আশংখা জনক অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় ফরিদ মিয়ার ভাই আলী হোসেন বাদি হয়ে ১ লা নভেম্বর রাতে উল্লেখিত আসামীরাসহ কয়েক জনকে আসামী করে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।