বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জবাসীর কাছে লাঙ্গল প্রতিকে ভোট চাইলেন শংকর পাল
তারিখ: ১১-ডিসেম্বর-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রার্থী শংকর তার নির্বাচনীয় এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। গতকাল সোমবার তিনি আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও, বিশপাশা, জলসুখা, আজমিরীগঞ্জ বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। তিনি বলেন-বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনটি উন্মুক্ত। পল্লীবন্ধু নির্দেশেই আমি লাঙ্গল প্রতিক নিয়ে নির্বাচন অংশ নিয়েছি। তাই জাতীয় পার্টির স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করে লাঙ্গলের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন-ইতো-পূর্বে ২টি নির্বাচনে প্রিয় বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জবাসী আমাকে বিপুল ভোট দিয়েছিলেন। এজন্য আমি বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জবাসী’র প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছি। আমি আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে সকলের দোয়া, আশির্বাদ, সার্বিক সহযোগিতা ও লাঙ্গল প্রতিকে ভোট কামনা করছি। আশাকরি সুষ্টু ও শান্তিপূর্ণ নির্বাচন হলে সকলের সহযোগিতায় নির্বাচিত হবো। নির্বাচিত হলে এলাকার জনগণকে সাথে দুর্নীতি মুক্ত হিসেবে বানিয়াচং-আজমিরীগঞ্জকে গড়ে তুলবো। গণসংযোগকালে তিনিসহ দলীয় নেতাকর্মীরা লাঙ্গল প্রতিকের লিফলেট সম্মানীত ভোটারদের হাতে তুলে দেন। গণসংযোগকালে তার সাথে ছিলেন-আজমিরীগঞ্জ উপজেলা জাপার সাধারণ সম্পাদক কাপ্তার সারোয়ার, বানিয়াচং উপজেলা জাপা নেতা আঙ্গুর মিয়া, জেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দেব, নাসিম আহমেদ জামাল, বাদল পাল, আজমিরীগঞ্জ পৌর জাপার আহ্বায়ক আব্দুল্লাহ ফারুক খান, সদস্য সচিব মিল্লাদ মাহমুদ, যুগ্ম আহ্বায়ক রতিন্দ্র চন্দ্র দাশ, তাপস শীল শর্মা, রাজেশ রায় চৌধুরী, অনু রায়, রাংকু রায়, অসিত রায়, রাংকু, মোতাব্বির হোসেন, রকু নাথ বণিক, সম্রাট রায়, পংকজ রায়, মান্নান মিয়া, রঞ্জিত পাল, সুঞ্জিত রায়সহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।