নাগুরা ফার্ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবী ॥ ছাত্রীকে মারপিট করায় শিক্ষার্থীসহ এলাকা বাসীর অফিস ঘেরাও ॥ বিক্ষোভ মিছিল
তারিখ: ১২-ডিসেম্বর-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

বানিয়াচং উপজেলার নাগুরা ফার্ম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক কর্তৃক ছাত্রীকে মারপিট করার ঘটনায় শিক্ষার্থীরাসহ উত্তেজিত এলাকাবাসী বিদ্যালয়ের অফিস ঘেরাও ও বিক্ষিভ মিছিল করেছে। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকরা প্রধান শিক্ষকের পদত্যাগ দাবী করেন। গত সোমবার  দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, উল্লেখিত দিন সকালে উপজেলার নাগুরা ফার্ম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক কামাল হোসেন বিদ্যালয়ের এস.এসসি পরীক্ষার্থীদের কোচিং কক্ষে প্রবেশ করেন এবং শিক্ষক মূল্যায়ন যথা- (ক) সব চেয়ে উত্তম শিক্ষক, (খ) মধ্যম শিক্ষক ও (গ) সন্তুষ জনক শিক্ষক ৩টি বিষয়ে শিক্ষার্থীদের লিখিত মন্তব্য করতে বলেন। এ সময় কেয়া আক্তার নামে এক শিক্ষার্থী সব চেয়ে উত্তম শিক্ষক না করিয়া সন্তুষ জনক শিক্ষক বলে প্রধান শিক্ষককে মন্তব্য দিলে তিনি তার প্রতি ক্ষেপে উঠেন এবং ক্ষিপ্ত হয়ে তাকে মারপিট করেন। এ সময় ওই শিক্ষার্থীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে জানান এক শিক্ষার্থীর অভিভাবক মোঃ নুরুল ইসলাম। বিষয়টি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে। এতে করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেনের পদত্যাগ দাবী করে প্রায় ২ ঘন্টা ব্যাপী অফিস ঘেরাও করে রাখে। প্রধান শিক্ষকের এমন কার্যকলাপে শিক্ষার্থী ও এলাকাবাসী অতিষ্ট হয়ে পড়েছেন। শিক্ষার্থীদের সাথে এমন আচরন করায় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রথম পাতা