রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের উদ্যোগে পারিবারিক যোগযোগ পুনঃস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
তারিখ: ১২-ডিসেম্বর-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের উদ্যোগে পারিবারিক যোগযোগ পুনঃস্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১০ টার দিকে রেড ক্রিসেন্ট ভবনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান সেলিম। ইউনিটের যুব প্রধান আশীষ কুমার কুরির পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার প্লাবন চৌধুরী, ট্রাফিক ইন্সপেক্টর স্নেহাংশু বিকাশ সরকার, ডেপুটি জেলার মোঃ দেলোয়ার জাহান, সির্ভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা বিষয়ক কর্মকর্তা কলিম উল্লাহ শিকদার, হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার কাজী মিজানুর রহমান মিজান, দৈনিক জননীর স্টাফ রিপোর্টার শাহ আলম, দৈনিক সমাচারের স্টাফ রিপোর্টার জাহেদ আলী মামুন, দৈনিক প্রতিনিদিনের বাণীর স্টাফ রিপোর্টার আক্তার হোসেন, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কো-অর্ডিনেটর আলিফ আলী মন্ডল, হেপি আক্তার, অটিজম বিষয়ক সংস্থা হাঁসির উপদেষ্ঠা প্রশান্ত কুমার দাশ, রেড ক্রিসেন্ট কার্যনির্বাহী সদস্য এডঃ শিবলী খায়ের, সফিকুজ্জামান হিরাজ, মিজানুর রহমান শামীম, সাবেক যুব প্রধান পংকজ কান্তি দাশ পল্লব, শিক্ষক রফিকুল ইসলাম, জয় কুমার সিংহ, আনোয়ার আলী, মোহাম্মদ জিল্লুর রহমান, রেড ক্রিসেন্ট যুব সদস্য চম্পা দাশ, বিক্রম চন্দ, মরিয়ম তৃষ্ণা, আফসা নাসরিন উর্মি, খলিলুর রহমান রুবেল, জয় দাশ, হৃদয়, বসু, কাউছার, সুভাশীষ, আনোয়ার হোসেন, হাবিব, মাসুম, সানি, উজ্জল, রিয়াজ, শুভ, হাফিজ, সজীব প্রমূখ। সভাপতি’র বক্তব্যে রেড ক্রিসেন্ট সারা বিশ্বে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। আমাদের একঝাঁক তরুণ সমাজ পরিবর্তনে নিরসল পরিশ্রম করছে। রেড ক্রিসেন্টের ট্রেসিং বিভাগের মাধ্যমে বিদেশে বন্দি ও নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ পুনঃস্থাপনে কাজ করে। তিনি বলেন, হবিগঞ্জ রেড ক্রিসেন্টের মাধ্যমে নবীগঞ্জ, বাহুবল ও লাখাই উপজেলার প্রায় ২০ জন প্রবাসী বন্দিদের ফিরিয়ে এনে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

প্রথম পাতা