বানিয়াচঙ্গে গণসংযোগকালে শংকর পাল ॥ সুযোগ পেলে জনগণকে সাথে নিয়ে দুর্নীতি দুঃশাসন মুক্ত এলাকা হিসেবে গড়ে তুলবো
তারিখ: ১২-ডিসেম্বর-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শংকর গতকাল মঙ্গলবার বানিয়াচঙ্গ বড় বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তিনি বলেন-প্রতিটি নির্বাচনে আপনারা আমাকে ভোট দিয়ে সম্মান করছেন এ জন্য আমি বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জবাসী’র প্রতি চির ঋণী। এই ঋণ পরিশোধ করার জন্য আমাকে একবার সুযোগ দেন। একবার সুযোগ পেলে জনগণকে সাথে নিয়ে দুর্নীতি, দুঃশাসন মুক্ত এলাকা হিসেবে গড়ে তুলবো। পাশাপাশি অত্র এলাকাকে চাঁদাবাজী, টেন্ডারবাজী মুক্ত এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। ভাটি এলাকার জল মহাল ইজারায়ও কাউকে ভাগ দিতে হবে না। তিনি আরো বলেন-মহান সৃষ্টি কর্তা আমাকে অনেক কিছু দিয়েছেন। মূলত আমি রাজনীতি করি মানুষকে দেয়ার জন্য। রাজনীতির মাধ্যমে সম্পত্তি অর্জনের জন্য নয়। আমার স্বপ্ন একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার। এজন্য সকলের দোয়া, আর্শিবাদ ও লাঙ্গল মার্কার ভোট কামনা করছি। গণসংযোগকালে তিনি কোন প্রকার কারচুপি করতে না পারে এ জন্য ভোটাদের ৩০ ডিসেম্বর ভোট কেন্দ্রে যথা সময়ে ভোট কেন্দ্রে গিয়ে নিজেরে পচন্দের প্রার্থীকে ভোট প্রদানের জন্য তিনি আহ্বান জানান। গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন বানিয়াচঙ্গ উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মকছুদুজ্জামান খান, গৌরাঙ্গ সরকার, আঙ্গুর মিয়া, আক্কাছ আলী খান, পিয়ানুর আহমেদ হাসান, জামাল আহমেদ, সৈয়দ মসনুর আহমেদ, ফরিদ আহমেদ, হবিবুর রহমান হবিব, হাজী ময়না মিয়া, মোহাম্মদ হোসেন, আবিদুর রহমান, এনায়েত মিয়া, সরূপ দাস, সুফি মিয়া, মোস্তাক মিয়া, জাহাঙ্গীর মিয়া, এরশাদ মিয়া, মোহন মিয়া, হবিব মিয়া, নুরুল আমিন, মিসবাহ উদ্দিন, রিপন মিয়া প্রমুখ। সন্ধ্যায় তিনি সুবিদপুর গ্রামের হিন্দু ধর্মালম্ভীদের মহোৎসব পরিদর্শন করেন এবং আতুকুড়া বাজারে গণসংযোগ করেন।

প্রথম পাতা