বাহুবল-নবীগঞ্জ আসনে জমে উঠেছে দুই মন্ত্রী পুত্রের লড়াই
তারিখ: ১২-ডিসেম্বর-২০১৮
স্টাফ রিপোর্টার ॥

জমে উঠেছে দুই মন্ত্রী পুত্রের লড়াই। একজন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া পুত্র ড. রেজা কিবরিয়া। আর অপরজন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর পুত্র শাহ নেওয়াজ মিলাদ গাজী। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ড. রেজা জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী এবং মিলাদ গাজী ক্ষমতাসীন দল আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী। দু’মেরু থেকে একে অন্যের মুখোমুখি হলেও দু’জনই একই এলাকার বাসিন্দা। তাছাড়া ড. রেজা ও মিলাদ গাজীর পারিবারিক রাজনৈতিক দর্শনও অভিন্ন। কারণ মিলাদ গাজীর পিতা মরহুম ফরিদ গাজী যেমন ছিলেন বর্ষীয়ান আওয়ামীলীগার। ঠিক তেমনি ভাবে মরহুম কিবরিয়া ছিলেন আওয়ামীলীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী। এ অবস্থায় নির্বাচনী এলাকাসহ সমগ্র জেলায় তারা এখন ব্যাপক ভাবে আলোচিত। এলাকার সচেতন মহল মনে করেন, দু’জন প্রার্থীর পিতারই রয়েছে সোনালী রাজনৈতিক অতীত। যার ইতিবাচক প্রভাব পড়তে পারে ভোটের মাঠে। যে কারনে দু’জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা প্রবল।

প্রথম পাতা