প্রতিকার চেয়ে সিভিল সার্জন বরাবরে আবেদন ॥ বিথঙ্গল আখড়া বাজারে হাতুড়ে ডাক্তারের অপচিকিৎসায় এক ব্যক্তি মৃত্যু পথযাত্রী
তারিখ: ১১-জানুয়ারী-২০১৯
স্টাফ রিপোর্টার ॥

বানিয়াচং উপজেলার বিথঙ্গল আখড়া বাজারে এক হাতুড়ে ডাক্তারের অপচিকিৎসায় আব্দুর রউফ (৬৫) নামে এক ব্যক্তি এখন মৃত্যু পথযাত্রী। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আব্দুর রউফ বিথঙ্গল পশ্চিম হাটি এলাকার মৃত আব্দুল হাশিমের পুত্র। এ বিষয়ে প্রতিকার চেয়ে হবিগঞ্জ সিভিল সার্জন বরাবরে একটি লিখিত আবেদন করা হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়, বিথঙ্গল আখড়া বাজারে শাহ দেওয়ানবাগী ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘদিন যাবত ভূয়া ডাক্তার দিয়ে পরিচালনা করে আসছে ডাক্তার পরিচয়দানকারী মোঃ সাইদুল হক চৌধুরী নামে এক ব্যক্তি। গত দুই দিন আগে আব্দুর রউফ নামে ওই ব্যক্তি পেটে গ্যাসের চিকিৎসার জন্য সাইদুল হকের কাছে গেলে তিনি কোন প্রকার ঔষধ না দিয়ে মুখ দিয়ে পেটে নল প্রবেশ করান গ্যাস বাহির করার জন্য। আর এতে করে ধীরে ধীরে ওই রোগীর অবস্থা অবনতি হলে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে গতকাল বৃহস্পতিবার দুপুরে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করেন। এ ঘটনায় বিথঙ্গলসহ আশ পাশের এলাকায় আলোচনার ঝড় বইছে।

প্রথম পাতা