গণসংযোগকালে ভাইস চেয়ারম্যান প্রার্থী হ্যাপী ॥ বেকার নারী-পুরুষদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে কাজ করে যাব
তারিখ: ২০-জানুয়ারী-২০১৯
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥

শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নের কলিমনগর এলাকায় গণসংযোগ করে তৃণমূল মানুষের কাছে দোয়া ও ভোট কামনা করেছেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেরা সুলতানা হ্যাপী। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেরা সুলতানা হ্যাপী এ গণসংযোগ করেন। এ সময় তিনি তৃণমূল মানুষের সাথে কথা বলেন। লোকজনও তাঁর কথা মনযোগ সহকারে শুনেন। এ লোকেরা সাবেরা সুলতানা হ্যাপীকে সার্বিকভাবে সহযোগীতা করার প্রতিশ্র“তি প্রদান করেন। সাবেরা সুলতানা হ্যাপী বলেন- জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দায়িত্বশীল ভূমিকায় দেশে ব্যাপক কর্মসংস্থান গড়ে উঠছে। তার সাথে দেশ দ্রুত এগিয়ে চলেছে। সারা দেশের ন্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জেও অনেক শিল্প প্রতিষ্ঠান স্থাপন হয়েছে। এখানে হাজার হাজার বেকার লোক কাজ করতে পারছে। জননেত্রী শেখ হাসিনা সরকার শায়েস্তাগঞ্জকে উপজেলা করে দিয়েছে। এবার আওয়ামী লীগ মনোনীত মেয়র নির্বাচিত হওয়ায় শায়েস্তাগঞ্জ পৌরসভায় ব্যাপক উন্নয়ন হওয়ায় ব্যবসা বাণিজ্যে গতি এসেছে। যার ফলে বেকার লোকজন কর্মসংস্থান পাচ্ছে। তিনি বলেন, একইভাবে নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলাকেও সাজাতে চাই। এজন্য উপজেলা নির্বাচনে প্রার্থী হচ্ছি। আপনাদের ভোটে নির্বাচিত হলে স্থানে স্থানে উন্নয়নমূলক কাজ করে যাব। কাউকে বেকার দেখতে চাই না। বেকার নারী-পুরুষদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষে কাজ করে যাওয়াই আমার প্রধান উদ্দেশ্য। এ সময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ, পৌর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি বেগম চাঁন, স্থানীয় মেম্বার শামীমুর রহমান শামীম, যুবলীগ নেতা হারুনুর রশিদ, ইকবাল হোসেন সুমন, শাহীন মিয়া, আব্দুর রহমান, ছাত্রলীগ নেতা সাজ্জাদ আলী শুভ, মোশারফ হোসেন সৌরভসহ আওয়ামী পরিবারের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রথম পাতা