রিডিউসিং চাইল্ড লেবার ফর এ বেটার ফিউচার” প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
তারিখ: ২২-জানুয়ারী-২০১৯
প্রেস বিজ্ঞপ্তি ॥

ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। দেশী-বিদেশী দাতা সংস্থাদের আর্থিক সহায়তায় সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় উন্নয়ন কার্যক্রম বাস্তাবায়ন করছে। সম্প্রতি হবিগঞ্জ জেলায় আবাস, সমতা, হোসেড, এসডিএম ফাউন্ডেশন এবং আইডিয়া সহ মোট ৫টি সংস্থা মিলিত হয়ে ্কোয়ালিশ গঠন করে। উক্ত কোয়ালিশ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)’র আর্থিক সহায়তায় হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর উপজেলা, বানিয়াচং এসডিপজেলা এবং মাধবপুর উপজেলায় বাস্তাবায়ননাধীন রিডিউসিং চাইল্ড লেবার ফর এ বেটার ফিউচার” নামক প্রকল্পটির অবহিতকরণ সভা হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইডিয়ার সহকারী পরিচালক নাজিম আহমেদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফজলুল জাহিদ পাভেল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), হবিগঞ্জ, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিল কৃষ্ণ মজুমদার, জেলা শিক্ষা কর্মকর্তা, হবিগঞ্জ, মাহবুবুল আলম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, শেখ মোঃ তারিকুল ইসলাম, অধ্যক্ষ, হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, হাবিবুর রহমান, উপ পরিচালক, জেলা সমাজ সেবা কার্যালয়, হবিগঞ্জ। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে গুরুত্বপূর্ন মতামত ব্যক্ত করেন, মোঃ শাবান মিয়া, সাবেক সভাপতি, প্রেসক্লাব, নুরুল হুদা চৌধুরী শিবলী, সচিব, তেল গ্যাস বন্দর, বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটি, আলমগীর খান, জেলা প্রতিনিধি, বিটিভি হবিগঞ্জ সহ সরকারী/বেসরকারী সংস্থার জেলা/উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাগন সহ বিভিন্ন শ্রেণী পেশার অংশগ্রহনকারীর উপস্থিতিতে শিশু শ্রম বন্ধে হবিগঞ্জ জেলায় আইডিয়ার এ কার্যক্রমের সূচনা অত্যন্ত প্রশংসনীয় কার্যক্রমটির সঠিক বাস্তবায়নের লক্ষে বিভিন্ন মতামত প্রদান করা হয় মতামতগুলি সংশিষ্ট কর্তৃপক্ষের বরাবরে বিবেচনার জন্য অনুরোধ করা হয়। তাছাড়া এ কার্যক্রম ভবিষ্যতে জেলার অন্যান্য উপজেলায় সাম্প্রসারণ করার জন্য আশাবাদ ব্যক্ত করেন।

প্রথম পাতা