শহরে সিএনজিতে আমোদ ফুর্তির সময় বাউল শিল্পীসহ ২ যুবক আটক
তারিখ: ২৪-জানুয়ারী-২০১৯
তারেক রহমান ॥

হবিগঞ্জ শহরে গভীর রাতে সিএনজিতে আমোদ ফুর্তি করার সময় ইয়াছমিন আক্তার নামে এক বাউল শিল্পীসহ ২ যুবককে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত ২টায় হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকা থেকে তাদের আটক করেন হবিগঞ্জ সদর মডেল থানার এসআই ইদ্রিছ আলী। পুলিশ সুত্র জানায়, উল্লেখিত সময়ে ওই এলাকায় টহলরত পুলিশ একটি সিএনজিতে ধস্তা-ধস্তির শব্দ শুনতে পান কর্তব্যরত পুলিশ সদস্যরা। বিষয়টি পুলিশের সন্দেহ হলে সিএনজিটি আটক করা হয়। এ সময় সিএনজি’র ভেতর থেকে বানিয়াচং উপজেলার নখলার আব্দা গ্রামের ফুল মিয়ার পুত্র লিটন মিয়া (২০), একই গ্রামের লোকমান মিয়ার পুত্র পারভেজ মিয়া (২২) ও কুশিয়ারতলা গ্রামের মইদর আলীর কন্যা বাউল শিল্পী ইয়াছমিন আক্তার (২০)কে আটক করা হয়। বাউল শিল্পী ইয়াছমিন পুলিশকে জানায়, সে একটি মাজারে মেলায় বাউল গান শেষে সিএনজি যোগে তাদের সাথে ফিরছিল। কিন্তু তারা তাকে ওই এলাকায় শ্লীলতাহানীর চেষ্টা করে। এদিকে, গতকাল বুধবার আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।