জিজ্ঞাসাবাদের জন্য ভাসুরের স্ত্রী আটক ॥ নিজামপুরের গৌরাঙ্গেরচক গ্রামে গৃহবধুকে গলাটিপে হত্যা
তারিখ: ২৪-জানুয়ারী-২০১৯
জাকারিয়া চৌধুরী ॥

 হবিগঞ্জ সদর উপজেলার গৌরাঙ্গেরচক গ্রামে পরিবারিক বিরোধের জেরধরে রোজিনা আক্তার (২৬) নামে এক গৃহবধুকে গলাটিপে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সালমা আক্তার নামে এক মহিলাকে আটক করেছে পুলিশ। নিহত রোজিনা আক্তার ওই গ্রামের শামীম মিয়ার স্ত্রী। গতকাল বুধবার রাত সাড়ে ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই শাহিদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশের ছুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রোজিনার সাথে তার ভাসুর আব্দুল ওয়াদুল মিয়ার দীর্ঘদিন যাবত পরিবারিক কলহ চলে আসছে। এরই জেরধরে গতকাল উল্লেখিত সময়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আব্দুল ওয়াদুদ ও তার ভাই শফিকুল ইসলামের স্ত্রী সালমা আক্তারসহ পরিবারের লোকজন গৃহবধু রোজিনাকে গলাটিপে নির্মম ভাবে হত্যা করে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে সর্বত্র আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে এসআই শাহিদ মিয়া জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পরিবারিক বিরোধই এ হত্যাকান্ড ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সালমা আক্তার নামে এক মহিলাকে আটক করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।