বাহুবলের শচীঅঙ্গন ধামে ৫ দিনব্যাপী ৩৮তম বার্ষিক মহোৎসব শুরু শনিবার
তারিখ: ১১-ফেব্রুয়ারী-২০১৯
স্টাফ রিপোর্টার ॥

বাহুবলের ঐতিহাসিক ‘শচীঅঙ্গন ধাম’-এ ৩৮তম বার্ষিক মহোৎসব আগামী শনিবার থেকে শুরু হচ্ছে। জমকালো আয়োজনে ৫দিনব্যাপী এ উৎসব চলবে আগামী ২০ ফেব্র“য়ারী বুধবার পর্যন্ত। উৎসবকে ঘিরে শচীঅঙ্গন কে সাজনো হচ্ছে বাহারী সাজে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রস্তুতিমূলক কাজ। উৎসবে থাকছে আলোচনা সভা, লীলা কীর্তন, গীতা কীর্তন, পদাবলী কীর্তন, ধর্মীয় আলোচনা, সংগীতানুষ্ঠান, শীতবস্ত্র বিতরণ, মহাপ্রসাদ বিতরণ ও বসন্ত উৎসবসহ নানা আয়োজন । এ ব্যাপারে উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য্য জানান, সকল প্রস্তুতি প্রায় শেষের পথে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১জন মাননীয় মন্ত্রী উৎসব উদ্বোধন করার কথা রয়েছে। ২/১দিনের মধ্যেই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তিনি জানান, এতে দেশ-বিদেশের ধর্মীয় গুনীজনসহ হবিগঞ্জ -১ আসনের মাননীয় সংসদ সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী, ভারতীয় হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারী গিরিশ চন্দ্র পূজারা ও সিলেট রেঞ্জের এডিশনাল ডি.আই.জি জয়দেব কুমার ভদ্র উপস্থিত থাকবেন বলে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। উল্লেখ্য, উৎসবে মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে হবিগঞ্জের বহুল প্রচলিত দৈনিক হবিগঞ্জ সমাচার ও মাসিক শ্রী গৌরবাণী।

প্রথম পাতা