বানিয়াচঙ্গ উপজেলা পরিষদের নির্বাচনে আবুল কাশেম চৌধুরীকে নির্বাচিত করতে সুবিদপুর ইউনিয়নবাসী ঐক্যবদ্ধ
তারিখ: ১১-ফেব্রুয়ারী-২০১৯
স্টাফ রিপোর্টার ॥

বানিয়াচঙ্গ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী ১০নং সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কাশেম চৌধুরীকে ইউনিয়নের সর্বস্তরের জনগণ সমর্থন দিয়ে তাকে নির্বাচিত করতে উপজেলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল সকালে সুবিদপুর ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়নের সর্বস্তরের লোকজনদের নিয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী আলী আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম চৌধুরী তাকে দলীয় মনোনয়ন দেয়া আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এরপর তিনি নির্বাচনে সফতার জন্য ইউনিয়নবাসী পরামর্শ চান। সভায় ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে আগত বিভিন্ন দলের নেতাকর্মীসহ এলাকার মুরুব্বিয়ান বক্তৃতাকালে আবুল কাশেম চৌধুরীকে মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তৃতা বলেন-ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী আওয়ামীলীগের দলীয় উপজেলা চেয়ারম্যান প্রার্থী হলো-সুবিদপুর ইউনিয়নের ইউনিয়নবাসীর জন্য তিনি সর্বদলীয় প্রার্থী। তাকে নির্বাচিত করতে সুবিদপুর ইউনিয়নবাসী ঐক্যবদ্ধ রয়েছে। ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে জনগণ নিজ নিজ উদ্যোগে আবুল কাশেম চৌধুরীকে নির্বাচিত করতে প্রচারণা চালিয়ে যাবেন। সকলের সহযোগিতায় আবুল কাশেম চৌধুরী বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে ইউনিয়নবাসী আশাবাদী। সভায় বক্তৃতা করেন অ্যাডভোকেট শফিউল আলম, মাওলানা আনোয়ার আলী, হিরা মিয়া আখনজী, হাজী আব্দুর রশিদ, আবু বক্কর খান, হামিদুল হক আখনজী, আব্দুল মালেক, আব্দুল মজিদ, সামছুল হক আখনজী, নজরুল ইসলাম, শাহাব উদ্দিন আখনজী, হাজী কালাম সর্দার, আব্দুল হক, সজল শেখ, ফারুক মিয়া, গোপাল দাস, রাম সরকার, শনি দাশ, প্রিয়বাশি দাস, ইউসুফ আলী, ইউপি সদস্য সুমজ আলী, লাল চাঁন দাস, আব্দাল মিয়া, আব্দুস সাত্তার, জালাল মিয়া আখনজী, কাজল মিয়া, মর্তুজ আলী, মাওলানা আশিক মিয়া, সাবেক মেম্বার ফরিদ মিয়া, ছালেক মিয়া চৌধুরী, প্রফুল্ল দাস, সাজিদ মিয়া, নীলমনি দাস, মঈনুল চৌধুরী প্রমূখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান চৌধুরী।

প্রথম পাতা