প্রতিবাদ করায় নিরীহ মহিলাকে পিটিয়ে আহত ॥ বাহুবলের শিমুলিয়ামে পঞ্চায়েতী রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে প্রভাবশালী মহল
তারিখ: ১২-ফেব্রুয়ারী-২০১৯
স্টাফ রিপোর্টার ॥

বাহুবল উপজেলার শিমুলিয়াম গ্রামে জনচলাচলের রাস্তায় জোরপূর্বক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আলোচিত একটি প্রভাবশালী মহল। প্রতিবাদ করায় নিরীহ এক মহিলাকে পিটিয়ে আহত করেছে ওই প্রভাবশালীরা। আহত অবস্থায় ওই মহিলাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার শিমুলিয়াম গ্রামের পঞ্চায়েতী একটি গুরুত্বপূর্ন রাস্তা জোরপূর্বক দখল করে রেখেছে একই গ্রামের মৃত রহিম উদ্দিনের পুত্র আলোচিত প্রভাবশালী লাল মিয়া ও তার লোকজন। তারা দীর্ঘদিন ধরে ওই রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করছে। কেউ এর প্রতিবাদ করলে তার উপর নেমে আসে মামলা-হামলার খড়গ। এরই ধারাবাহিকতায় গত রবিবার সকালে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ফুলেছা বেগম (৫০)কে পিটিয়ে আহত করে লাল মিয়ার লোকজন। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। ফুলেছা একই গ্রামের আব্দুজ জাহিরের স্ত্রী। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। সুত্র জানায়, প্রভাবশালী লাল মিয়া এলাকায় একজন আলোচিত ব্যক্তি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণা, ডাকাতিসহ থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে। অভিযোগ উঠেছে, তার লোকজন এলাকায় ‘লাল বাহিনী’ নামে পরিচিত। এরা মামলা-হামলাসহ নানা ভাবে এলাকার নিরীহ মানুষকে হয়রানী ও নির্যাতন করে আসছে। উল্লেখ্য, ইতিপূর্বে ‘লাল বাহিনী’র অপকর্মের বিষয় নিয়ে স্থানীয় সংবাদপত্রে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে।

প্রথম পাতা