সামাজিক সংগঠন ‘আলোর পরশ’-এর উদ্যোগে ॥ মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও কুইজ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
তারিখ: ২৩-ফেব্রুয়ারী-২০১৯
স্টাফ রিপোর্টার ॥

সামাজিক সেবামূলক সংগঠন ‘আলোর পরশ’-এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা এবং কুইজ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০ টায় হবিগঞ্জ প্রেসক্লাবে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরন করা হয়। আলোর পরশের সভাপতি নুরুন্নাহার-এর এর সভাপতিত্বে উক্ত সভায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক তাহমিনা বেগম গিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক শেখ আহমদ আলি, আলোর পরশের উপদেষ্টা ওয়াহিদ খান, জেলা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক আখলাছ আহমেদ প্রিয়, সংগঠনের উপদেষ্টা শেখ উসমান গনি রুমি, মো.আবদুল রাকিব প্রমূখ। প্রথমেই সংগঠন এর কার্যক্রম তুলে ধরেন সংগঠন এর প্রধান সমন্বয়ক হাফেজ বায়েজিদ আহমদ খান, শুভেচ্ছা মক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক শেখ রাসেল আহমেদ। সংগঠনের সাংগঠনিক সম্পাদক সৈয়দ গোলাম দস্তগীর শাহরুখ ও জান্নাতুল মাওয়া এমি’র পরিচালনায় কোরআন থেকে তেলাওয়াত করেন সদস্য রাজন রেজা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বৃন্দাবন কলেজ ছাত্রলীগের য্গ্মু আহবায়ক শেখ তুহিন মিয়া, সংগঠনের সহ-সভাপতি হালিমা আক্তার, নাজমা আক্তার, নাঈম আহমেদ, শেখ সাইদ, সাহিত্য বিষয়ক সম্পাদক রাসেল আহমেদ, ক্রিড়া সম্পাদক শিরিন আক্তার সোনিয়া, সমাজ কল্যান সম্পাদক নাদিয়া চৌধুরী রুমি, আলোচনা শেষে কুইজ বিজয়ী ৬০ জনের মধ্যে সম্মাননা ক্রেস্টসহ পুরস্কার তুলে দেওয়া হয় এবং ১ জন দরিদ্র শিশু কিডনি রুগিকে আর্থিক সহযোগিতা করা হয়।